TRENDING:

Siliguri News: খুঁটি পুজোর মাধ্যমে তরুণ সংঘ ক্লাবের কালীপুজোর শুভ সূচনা

Last Updated:

দুর্গাপুজোর ভাসান পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর মাধ্যমে কালী পুজোর প্রস্তুতি শুরু করে দিলো শিলিগুড়ি হাকিম পাড়া তরুণ সংঘ ক্লাব। এদিন ক্লাবের খুঁটি পুজো আয়োজনের মাধ্যমে কালীপুজোর শুভ সূচনা হয় যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : দুর্গাপুজোর ভাসান পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর মাধ্যমে কালী পুজোর প্রস্তুতি শুরু করে দিলো শিলিগুড়ি হাকিম পাড়া তরুণ সংঘ ক্লাব। এদিন ক্লাবের খুঁটি পুজো আয়োজনের মাধ্যমে কালীপুজোর শুভ সূচনা হয় যায়। ক্লাব কর্মকর্তারা সহ শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তথা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর একত্রে মিলিত হয়ে খুঁটি পুজো সম্পন্ন করেন। এ বছর তাদের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির। এছাড়াও মন্ডপ সজ্জা , আলোক সজ্জা ও বিসর্জনে রয়েছে বিশেষ আকর্ষণ। গত দুই বছর করণা অতিমারির কারণে তাদের পুজো সেভাবে করে উঠতে পারেনি।
advertisement

তাই এ বছর তরুণ সংঘ প্রতিমা বিসর্জনে বিশেষ আকর্ষণ ফুটিয়ে তোলার জন্য কার্নিভালে আয়োজন করেছে। পুজোর তিন দিন ভোরে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এবার পুজো বড় হওয়ার কারণে তরুণ সংঘ মাঠে পুজো না হয়ে নজরুল সরণী রোডে একটি ফাঁকা জমিতে এ বছর তাদের কালীপুজো করা হবে। এদিন পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো করে তারপর সেই খুঁটি মাটিতে পোঁতা হয়।

advertisement

আরও পড়ুনঃ মহকুমা পরিষদের কার্যালয়ের পার্কিং সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকা পরিদর্শন

এ বছর দূর্গার মত কালীপুজোতেও একাধিক বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন এই পুজো কমিটির সদস্যরা। প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তারক্ষী থাকবে পুজোর মন্ডপ রাস্তা নিয়ন্ত্রণের জন্য। তরুণ সংঘ ক্লাবের সদস্যরা বলেন তাদের কালী পুজো শিলিগুড়ির একটি অন্যতম বড় পুজোর মধ্যে একটি। তারা আশা করছেন বিপুল পরিমাণে দর্শক তাদের মণ্ডপে আসবেন এবং তারা যথারীতি প্রতিবারের মত এবারও তাদের মন জয় করে নিতে পারবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: খুঁটি পুজোর মাধ্যমে তরুণ সংঘ ক্লাবের কালীপুজোর শুভ সূচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল