তাই এ বছর তরুণ সংঘ প্রতিমা বিসর্জনে বিশেষ আকর্ষণ ফুটিয়ে তোলার জন্য কার্নিভালে আয়োজন করেছে। পুজোর তিন দিন ভোরে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এবার পুজো বড় হওয়ার কারণে তরুণ সংঘ মাঠে পুজো না হয়ে নজরুল সরণী রোডে একটি ফাঁকা জমিতে এ বছর তাদের কালীপুজো করা হবে। এদিন পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো করে তারপর সেই খুঁটি মাটিতে পোঁতা হয়।
advertisement
আরও পড়ুনঃ মহকুমা পরিষদের কার্যালয়ের পার্কিং সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকা পরিদর্শন
এ বছর দূর্গার মত কালীপুজোতেও একাধিক বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন এই পুজো কমিটির সদস্যরা। প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তারক্ষী থাকবে পুজোর মন্ডপ ও রাস্তা নিয়ন্ত্রণের জন্য। তরুণ সংঘ ক্লাবের সদস্যরা বলেন তাদের কালী পুজো শিলিগুড়ির একটি অন্যতম বড় পুজোর মধ্যে একটি। তারা আশা করছেন বিপুল পরিমাণে দর্শক তাদের মণ্ডপে আসবেন এবং তারা যথারীতি প্রতিবারের মত এবারও তাদের মন জয় করে নিতে পারবেন।
Anirban Roy