TRENDING:

Siliguri News: বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ২১ ফেব্রুয়ারি পালন শিলিগুড়ি পুরসভার

Last Updated:

শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ২১ ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশেলে জমজমাটভাবে পালিত হয় বাংলাদেশজুড়ে। তবে এপার বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি বা ভাষা দিবসের আবেদন কম নয়। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। সেই ছবিই ধরা পড়ল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। এখানে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির শহিদ দিবস।
advertisement

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দিনটি। বছর কয়েক আগেই এখানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পুরসভা। মেয়র পরিষদ সহ বহু বিশিষ্টজন সেই শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শহরের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি জগতের বিশিষ্টজনেদের সংবর্ধনাও জানায় শিলিগুড়ি পুরসভা। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। দিনভর মাতৃভাষা দিবসের ওপর নানান অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায়।

advertisement

আরও পড়ুন: স্কুলে অনুপস্থিত থাকলেও দিব্যি সই করা যায় হাজিরা খাতায়, শুধু প্রধান শিক্ষককে টাকা দিলেই হল!

শুধু শিলিগুড়ি পুরসভাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হয় শিলিগুড়িতে। মেয়র গৌতম দেব জানান, "প্রতিবছরই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে শিলিগুড়িতে। আজও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনটি আমরা উদযাপিত করলাম। আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন, সেখানেও আমরা এই দিনটি উদযাপন করব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ২১ ফেব্রুয়ারি পালন শিলিগুড়ি পুরসভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল