আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় পড়লেন আইজি উত্তরবঙ্গ! জখম গাড়ির চালক ও দেহরক্ষী
৩ অক্টোবর দলটি পশ্চিম সিকিমের ইয়ুকসাম পৌঁছায়। সেখান থেকে তুশোকা, জাংরি হয়ে ১৫ অক্টোবর এই দলটি সফলতার সঙ্গে টিনচেনখাং শৃঙ্গের শীর্ষে পৌঁছায়। সেখান থেকে তাঁরা আরও উচ্চতায় গোয়েচালা ট্রেকিং রুট অতিক্রম করে ২১ অক্টোবর গ্যাংটক ফিরে এসেছে। সেনাবাহিনীর মেজর জেনারেল গম্ভীর সিং সহ অন্য আধিকারিকরা সফল অভিযানকারী দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
Anirban Roy
Location :
First Published :
October 22, 2022 3:54 PM IST