Siliguri News: সড়ক দুর্ঘটনায় পড়লেন আইজি উত্তরবঙ্গ! জখম গাড়ির চালক ও দেহরক্ষী

Last Updated:

সড়ক দুর্ঘটনায় জখম আইজি ও এসপিকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হল। অন্যদিকে জখম গাড়ির চালক ও দেহরক্ষীকে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ডামডিম সংলগ্ন এলাকায় ঘটা এই পথ দূর্ঘটনার জেরে জখম হয়েছেন খোদ আইজি।

#শিলিগুড়ি : সড়ক দুর্ঘটনায় জখম আইজি ও এসপিকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হল। অন্যদিকে জখম গাড়ির চালক ও দেহরক্ষীকে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ডামডিম সংলগ্ন এলাকায় ঘটা এই পথ দূর্ঘটনার জেরে জখম হয়েছেন খোদ আইজি। অন্যদিকে, একই ঘটনায় জখম ট্রাফিকের পুলিশ সুপার (উত্তরবঙ্গ) অবদেশ পাঠকও। বর্তমানে দু'জনেই চিকিৎসাধীন। অবর্জাভেশনে রাখা হয়েছে তাদের। জানা গিয়েছে, এদিন সকালে উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং এবং ট্রাফিকের পুলিশ সুপার (উত্তরবঙ্গ) অবদেশ পাঠক একই গাড়িতে চেপে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
জলপাইগুড়ি জেলার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা হয়েছিলেন তারা। তবে মাঝপথেই বিপত্তি৷ ডামডিম সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় আইজির গাড়ির। ঘটনার জেরে জখন হন আইজি সহ ট্রাফিকের পুলিশ সুপার (উত্তরবঙ্গ) এছাড়াও গাড়ি চালক সহ নিরাপত্তা রক্ষীরাও জখম হন। ক্ষতিগ্রস্থ হয় গাড়িটিও। ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।
advertisement
এরপর যুদ্ধকালীন তৎপরতায় আইজি, এসপি সহ বাকি আহতদের উদ্ধার করে শিলিগুড়ি নিয়ে আসা হয়। সেবক রোড সংলগ্ন এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসা শুরু হয় তাদের। পরে সেখান থেকে আইজি এবং এসপিকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাদের অবর্জাভেশনে রাখা হয়েছে। অন্যদিকে, গাড়ি চালক সহ বাকিদের চোট খুব একটা বেশি না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর।
advertisement
advertisement
এদিন প্রাথমিক চিকিৎসা শেষে সেবক রোড এলাকার ওই নার্সিংহোমের এক চিকিৎসক ডঃ বিশাল অভিজিৎ বলেন, 'দুজনের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।' এদিকে ঘটনার খবর পেতেই শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে পৌঁছোন শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র আইজি এবং এসপির শারিরীক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।
advertisement
আরও পড়ুনঃ দূষণ মুক্ত দীপাবলির বার্তা নিয়ে একত্রিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন
তিনি জানিয়েছেন, শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। বাকিটা মেডিকেল সায়েন্স বলবে। অবর্জাভেশনে রয়েছেন তারা। অন্যদিকে, ডামডিম এলাকায় এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ডাম্পারটিকে। পাশাপাশি সমস্ত কিছু খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সড়ক দুর্ঘটনায় পড়লেন আইজি উত্তরবঙ্গ! জখম গাড়ির চালক ও দেহরক্ষী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement