ওই সেনা আধিকারিক আরও জানিয়েছেন, ১৯শে মে প্রায় ৪০০ জন পর্যটক ধসের কারণে পাহাড়ি রাস্তায় আটকে যান ৷ লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় আটকে থাকলে বড় কোনও দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা ছিল ৷ তাই চুংথাং এর মহকুমা শাসক সেনাকে উদ্ধারকাজে সাহায্যের জন্য অনুরোধ করেন ৷ সেই মতো সেনার ত্রিশক্তি কর্পস নিরাপদে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে নামে ৷ সেনার তরফে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ ১১৩ জন মহিলা ছিলেন। ছিল ৫৪টি শিশুও।
advertisement
আরও পড়ুন-রোগীর পরিবারের মোবাইলে চোখ চোরেদের! কালচিনি হাসপাতালে নয়া উপদ্রব, তোলপাড় এলাকা
আরও পড়ুন–ফেরিওয়ালা চিকিৎসক! বিনা মূল্যে চিকিৎসা করে নজির তৈরি অবসরপ্রাপ্ত শিক্ষকের
সেনার তরফে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, পর্যটকদের উদ্ধার করে তিনটি আলাদা ক্যাম্পে রাখা হয়েছে ৷ সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, গরম পানীয় ও খাবার এবং গরম কাপড় দেওয়া হয়েছে ৷ লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে গিয়েছে ৷ ফলে অনেকেই কমবেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেনার মেডিক্যাল ক্যাম্পগুলিতে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য তিনটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল ।
অনির্বাণ রায়