আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, চরম আতঙ্ক এলাকায়
অমৃত সরোবর প্রকল্পের কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ ও সিকিমে সাতটি বড় পুকুর তৈরি করেছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। এর মধ্যে চারটি সিকিমে। ১২,৪০০ ফুট উচ্চতায় বিতাঙ্গ ছো লেক, ছাঙ্গু লেক, ১৩,৯০০ ফুট উচ্চতায় হাঙ্গু লেক ও ১৭,০০০ ফুট উচ্চতায় গ্যাম ছোনা লেক খনন করে গড়ে তুলেছেন ভারতীয় জওয়ানরা। পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন ব্যাঙডুবি সেনা ছাউনিতেও একটি অমৃত সরোবর তৈরি করা হয়েছে। ব্যাঙডুবি সেনা ছাউনি সংলগ্ন এলাকায় তৈরি ওই অমৃত সরোবর ১০০ মিটার লম্বা, ৮০ মিটার চওড়া ও ২ মিটার গভীরতা সম্পন্ন। চলতি বছরের জানুয়ারি মাসে ওই সরোবর তৈরির কাজ শুরু করা হয়।
advertisement
ভারতীয় জওয়ানরা আর্থমুভার দিয়ে মাত্র সাতমাসে ওই সরোবরটি তৈরি করেছেন। ওই সরোবরের জলে ইতিমধ্যে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। এই সরোবরগুলি জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, এই সরোবরগুলি আগামী দিনে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। এমন উদ্যোগের জন্য তিনি ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান।
অনির্বাণ রায়