Hooghly News: বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, চরম আতঙ্ক এলাকায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি, চরম আতঙ্ক হুগলির খানাকুলে
হুগলি: বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে মুহুর্মু বোমা পড়ে বলেও দাবি। হুগলির খানাকুলের ঠাকুরানিচক এলাকার ঘটনা। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ বেরা’র বাড়িতে হামলা হয় বলে খবর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের দিকে। ওই বিজেপি নেতার বাড়ির জানলা লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় সুদীপবাবু বাড়িতে ছিলেন না। কিন্তু তাঁর বোন ও ভগ্নিপতি পিন্টু ঘোষ ছিলেন। তাঁরা একটুর জন্য রক্ষা পেয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল এবং বেশ কিছু বোমার অংশ পেয়েছে। এমনকি না ফাটা তাজা বোমাও উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সুদীপ বেরা জানান, মঙ্গলবার রাতভর তাণ্ডব চলেছে এলাকায়। বেছে বেছে তাঁর বাড়ি আক্রমণ করা হয়। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। বিজেপির দাবি, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে খানাকুল এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি জিতেছে তারা। সেই কারণেই তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।
advertisement
এদিকে গেরুয়া শিবিরের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। উল্টে তাদের দাবি, গোটাটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে খানাকুল থানা। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 3:45 PM IST