পর্যটনের মরশুম শুরু হতেই পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে চারটি নতুন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। দার্জিলিং থেকে ঘুম রেল স্টেশনের মধ্যে ডিজেল ইঞ্জিন স্পেশ্যাল টয়ট্রেন জয়রাইড চালানো হবে। ১ মার্চ-৩০ জুন পর্যন্ত চালানো হবে এই চারটি জয়রাইড। এই মুহুর্তে চার জোড়া জয়রাইড চালানো হচ্ছে। এ বার তার সংখ্যা বেড়ে হল এক ডজন অর্থাৎ ১২টি। শুধু তাই নয়, প্রতিটি জয়রাইডে একটি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার কামরা থাকবে।
advertisement
আরও পড়ুনঃ লাভার পথে পাহাড়ের কোলে হাতছানি দিচ্ছে 'এই' গ্রাম, দোলের ছুটিতে ঘুরেই আসুন
এ দিকে অবশ্য যাত্রী সংখ্যা কম হওয়ায় ১ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত নিউ জলপাইগুড়ি-দার্জিলিং এসি স্পেশ্যাল টয়ট্রেন বাতিল করা করেছে ডিএইচআর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর। তাই আমরা চারটি বাড়তি টয়ট্রেন জয়রাইড চালাচ্ছি। তবে নিউ জলপাইগুড়ি থেকে এসি স্পেশ্যাল টয়ট্রেনে যাত্রী না হওয়ায় তা বাতিল করে দেওয়া হল। আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয়ট্রেন চড়ার সুযোগ পায়। তাই জয়রাইড বাড়ানো হয়েছে।"
আরও পড়ুনঃ 'এখানে মেঘ গাভীর মতো চরে', জানলার খুললেই কাঞ্চনজঙ্ঘা, দোলের ছুটিতে ডেস্টিনেশন ইচ্ছেগাঁও
সোমবার সকালে তুষারপাতে মুখ ঢেকেছে সান্দাকফু। আর তাই গরমের ছুটি কাটাতে পর্যটকদের ঢল নামতে চলেছে পাহাড়ে। একারণেই বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। কারণ মার্চে থেকে পাহাড়ে পর্যটকদের আগমন শুরু হয়ে যাবে।
নতুন চারটি জয়রাইড সময় হল প্রথমটি ০২৫৪৭ দার্জিলিং থেকে সকাল ৯.২০ মিনিটে ছেড়ে ১০.০৫ মিনিটে ঘুম পৌঁছবে। ফের ঘুম থেকে ১০.২৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছবে ১০.৫৫ মিনিটে। দ্বিতীয়টি, ০২৫৪৮ দার্জিলিং থেকে সকাল ১১.২৫ মিনিটে ছেড়ে ঘুমে পৌঁছে যাবে ১২.১০ মিনিটে। আবার ঘুম থেকে ১২.৩০ মিনিটে ছেড়ে বেলা ১'টায় দার্জিলিং পৌঁছে যাবে। তৃতীয়টি ০২৫৪৯ দার্জিলিং থেকে দুপুর ১.২৫ মিনিটে ছেড়ে ২.১০ মিনিটে ঘুমে পৌঁছে যাবে। আবার ঘুম থেকে ২.৩৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছে যাবে দুপুর ৩.০৫ মিনিটে।
এ ছাড়া চতুর্থ ০২৫৫০ জয়রাইডটি দার্জিলিং থেকে ছাড়বে দুপুর ৩.৩০ মিনিটে আর ঘুমে পৌঁছে যাবে বিকাল ৪.১৫ মিনিটে। আবার ঘুম থেকে বিকাল ৪.৩৫ মিনিটে ছেড়ে দার্জিলিং পৌঁছে যাবে বিকাল ৫.০৫ মিনিটে। এই চারটি স্পেশ্যাল জয়রাইডে থাকছে ৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচ ৩২ আসন বিশিষ্ট ও একটি কোচে ২৯ আসন রয়েছে।
অনির্বাণ রায়