TRENDING:

Siliguri News: পেঁয়াজ-কিমা তো অনেক খেলেন, 'আপেল ঘুগনি' কখনও খেয়েছেন? দামেও সস্তা খেতেও সুস্বাদু, কোথায় পাওয়া যাচ্ছে?

Last Updated:

Siliguri News: ঘুগনির সঙ্গে পেঁয়াজ না দিয়ে আপেলের সঙ্গে পরিবেশন করা হচ্ছে শিলিগুড়ির এক দোকানে । এই অভিনব উদ্যোগ গ্রহণ করছে শিবমন্দিরের সাবিত্রী মোড়ের এক চা দোকানী রতন সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : আপেল ঘুগনি! কি ভাবছেন? এ আবার কেমন জিনিস? কিন্তু হ্যাঁ ঘুগনির সঙ্গে পেঁয়াজ না দিয়ে আপেলের সঙ্গে পরিবেশন করা হচ্ছে শিলিগুড়ির এক দোকানে । এই অভিনব উদ্যোগ গ্রহণ করছে শিবমন্দিরের সাবিত্রী মোড়ের এক চা দোকানী রতন সরকার। সকাল হলেই তার দোকানে চা, ঘুগনি খেতে ভিড় জমায় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। তবে আজ ঘুগনি খেতে গিয়ে ঘুগনিতে পেঁয়াজের বদলে আপেল দেখে হতবাক সকলে। এই প্রসঙ্গে সেই চা বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি আমার দোকানে নতুন নতুন খাবার বানানোর পরিকল্পনা মাঝে মাঝেই চালাতে থাকি। তাই ঘুগনির ওপরে স্যালাড হিসেবে পেঁয়াজ নয়, আপেল দিয়ে পরিবেশন করলাম। লোকে বেশ পছন্দও করছে।’
advertisement

রতন বাবু মূলত ঘুগনি এবং তার সঙ্গে কর্ন এবং পেঁয়াজ দিয়েই নিয়মিত লোকেদের খাওয়াতেন। তবে তার বরাবর নতুন কিছু খাবার তৈরীর পরিকল্পনার জন্যই এই আপেল ঘুগনির আবিষ্কার।

আরও পড়ুন-গ্রেফতার হলেন উরফি জাভেদ! টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কারণটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

আরও পড়ুন-ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ‘আইবুড়োভাত’ খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?

advertisement

View More

তাঁর এই নতুন খাবারের মধ্যে তিনি ঘুগনির সঙ্গে ব্যবহার করছেন, কর্ন ফ্লেক্স, সঙ্গে ছোট ছোট করে কাটা আপেল, শশা এবং চাট মশালা। কেউ যদি ডিম দিয়ে খেতে চায়, তাদের ডিম দিয়েও পরিবেশন করা হয় । আর দাম মাত্র ৫০ টাকা। ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রী তথা স্থানীয়রা খেয়ে বেশ প্রশংসাই করছেন তার এই আপেল ঘুগনির।

advertisement

ইউনিভার্সিটির পড়ুয়া বহ্নিদ্বীপ রায় জানান, ‘ আমরা রতন কাকুর দোকানে বহুদিন ধরেই সকালের ব্রেকফাস্ট করে আসছি। আজকে এসে দেখলাম ঘুগনির সঙ্গে আপেল দিয়ে পরিবেশন করা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে কেমন হবে খেতে? খেয়ে দেখলাম অদ্ভুত একটা ফ্লেভার টক -ঝাল -মিষ্টি বেশ দারুন লাগছে। মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, এই আপেল ঘুগনি।’ অন্যদিকে রতন সরকার জানান, ‘আমি নতুন নতুন খাবারের পরিকল্পনা করতেই থাকি এই আপেল ঘুগনি বানিয়েছি লোকে ভীষণ পছন্দ করছে আগামীতে আরও নতুন নতুন কিছু খাবার বানানোর পরিকল্পনা রয়েছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পেঁয়াজ-কিমা তো অনেক খেলেন, 'আপেল ঘুগনি' কখনও খেয়েছেন? দামেও সস্তা খেতেও সুস্বাদু, কোথায় পাওয়া যাচ্ছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল