সেখানকার চিকিৎসকেরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।তবে বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে রাজের অস্ত্রপচারের পর চিকিৎসকেরা দ্রুত প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দেন।বর্তমানে তাঁর জন্য প্রয়োজন দেড় থেকে দুলক্ষ টাকা।এদিকে রাজের বাবা সঞ্জীব দাস চাউমিন ফ্যাক্টরীতে সামান্য বেতনের কাজ করেন। আর্থিক অবস্থা খুবই খারাপ।কিভাবে ছেলের চিকিৎসা করবেন সেই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
advertisement
আরও পড়ুন: একই জমিতে পেঁপে, টমেটো, ড্রাগন ফল চাষ! নতুন দিশা দেখাচ্ছেন এই কৃষকরা
সঞ্জীব দাস বলেন, অত্যন্ত দরিদ্র হওয়ায় তাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। শহরবাসীর সহৃদয় ব্যক্তিরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তাদের ছোট্ট শিশুটি পথ চলার সুযোগ পাবে। তিনি আরও বলেন, " সকলে যদি টাকা দিয়ে একটু সাহায্য করে তবে আমার ছেলের চিকিৎসা করে তাকে সুস্থ করব এবং সে আগামীতে স্কুল যেতে পারবে।" এই অবস্থায় সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজের বাবা- মা। কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে 9091727433 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
অনির্বাণ রায়