TRENDING:

Siliguri News: ৭ বছরের শিশুর কাটা পড়েছে ৪ আঙ্গুল! ব্যয়বহুল চিকিৎসায় সাহায্যের আর্জি

Last Updated:

৭ বছরের ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি বাবা-মায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মেশিনে কাটা গিয়েছে হাতের ৪ আঙ্গুল।চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা।এই পরিস্থিতিতে ৭ বছরের ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি বাবা-মায়ের। জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব হাতিয়াডাঙ্গা বাসিন্দা সঞ্জীব দাসের ছেলে রাজ দাস(৭)।চলতি বছরের জানুয়ারি মাসে অসাবধানতার কারনে চাউমিন কাটার মেশিনে ডান হাতের ৪টি আঙ্গুল কাটা পড়ে রাজের। সেইসময় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার পর তাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
advertisement

সেখানকার চিকিৎসকেরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।তবে বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে রাজের অস্ত্রপচারের পর চিকিৎসকেরা দ্রুত প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দেন।বর্তমানে তাঁর জন্য প্রয়োজন দেড় থেকে দুলক্ষ টাকা।এদিকে রাজের বাবা সঞ্জীব দাস চাউমিন ফ্যাক্টরীতে সামান্য বেতনের কাজ করেন। আর্থিক অবস্থা খুবই খারাপ।কিভাবে ছেলের চিকিৎসা করবেন সেই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

advertisement

আরও পড়ুন: একই জমিতে পেঁপে, টমেটো, ড্রাগন ফল চাষ! নতুন দিশা দেখাচ্ছেন এই কৃষকরা

সঞ্জীব দাস বলেন, অত্যন্ত দরিদ্র হওয়ায় তাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। শহরবাসীর সহৃদয় ব্যক্তিরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তাদের ছোট্ট শিশুটি পথ চলার সুযোগ পাবে। তিনি আরও বলেন, " সকলে যদি টাকা দিয়ে একটু সাহায্য করে তবে আমার ছেলের চিকিৎসা করে তাকে সুস্থ করব এবং সে আগামীতে স্কুল যেতে পারবে।" এই অবস্থায় সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজের বাবা- মা। কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে 9091727433 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ৭ বছরের শিশুর কাটা পড়েছে ৪ আঙ্গুল! ব্যয়বহুল চিকিৎসায় সাহায্যের আর্জি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল