ডেমু শেড এলাকায় ঘুরে বেড়ানো চিতা বাঘটিকে ধরার জন্য শালুগাড়া বন বিভাগের কর্মীরা ওই এলাকায় টহলদারি শুরু করে। পাতা হয় খাঁচা। অবশেষে ফাঁদে পা দিয়ে কাঁচা বন্দি হয় চিতাবাঘটি। তাকে উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা৷
আরও পড়ুন: নতুন প্রজন্মকে মাঠমুখি করতে ময়দানে নামলেন বয়স্করা!
প্রাথমিক চিকিৎসার জন্য চিতাবাঘটিকে প্রথমে সুকনা রেঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে সুকনা থেকে তাকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসার পর চিতাবাঘটিকে মহানন্দা অভয়ারণ্য বা কার্শিয়াং বনবিভাগের অধীন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান যে বন বিভাগের পাতা খাঁচাতে ধরা পড়েছে চিতাবাঘ। এদিকে খাঁচা বন্দি চিতাবাঘের খবর ছড়াতেই ভিড় জমায় এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসেন শালুগাড়া বনবিভাগের কর্মীরা। আসে পুলিশও। পড়ে শালুগাড়া বনবিভাগের কর্মীরা খাঁচা বন্দি চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যায়।
অনির্বাণ রায়