South 24 Parganas News: নতুন প্রজন্মকে মাঠমুখি করতে ময়দানে নামলেন বয়স্করা!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
নতুন প্রজন্ম খেলার মাঠের থেকে অনলাইনে গেম খেলতে অনেক বেশি উৎসুক। তাদের মাঠমুখি করতে তাই এবার হাতে ব্যাট তুলে নিলেন বয়স্করা
দক্ষিণ ২৪ পরগনা: নতুন প্রজন্মকে খেলাধুলোয় উৎসাহিত করতে মাঠে নামলেন বয়স্করা। হাতে তুলে নিলেন ক্রিকেট ব্যাট। চুটিয়ে খেললেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের ক্রিকেট। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসতে।
ক্রিকেট লাভার সংস্থার পরিচালনায় গত কয়েক বছর ধরে দক্ষিণ বারাসতে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেইমত এই বছরও ওই সংস্থা আয়োজন করেছিল ক্রিকেট টুর্নামেন্টের। সেখানে অংশ নেয় মোট ৮ টি টিম। যার অধিকাংশ প্লেয়ারের বয়স ৪০ বছরের উপরে! আর এই প্রাক্তন খেলোয়ারদের মাঠে নেমে ব্যাট-বলের লড়াই দেখতে ব্যাপক ভিড় হয়। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক, দর্শক হিসেবে প্রচুর মানুষ ভিড় করেন।
advertisement
advertisement
দক্ষিণ বারাসত অ্যাথলেটিকের মাঠে এলাকার ৮ টি টিমকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি ম্যাচই ছিল রোমাঞ্চকর। সবে অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তার রেশ এখনও মেলায়নি। কিন্তু দক্ষিণ বারাসতের মাঠে এ যেন এক অন্য বিশ্বকাপের আসর! একটু অন্যদিকে চোখ ঘোরালেই মিস হয়ে যাচ্ছে আকর্ষণীয় মুহূর্ত। ব্যাটাররা পটাপট ছয়-চার মারল, তারই মধ্যে বোলারের বল ছিটকে দিল মিডিল স্ট্যাম্প। সব মিলিয়ে উত্তুঙ্গ উত্তেজনার মুহূর্ত যাকে বলে। এলাকার মানুষ চায় এই খেলা প্রতি বছর ফিরে আসুক তাদের জীবনে। আটটি টিমের ক্যাপ্টেনদের ও প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা জানানো হয় মাঠে। চ্যাম্পিয়ন হয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং রানার্স হয়েছে ইয়ুথ পাওয়ার। এই দুটো টিমের সকল খেলোয়াড়কে একটি করে মেমেন্টো দেওয়া হয়। এছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স র্ট্রফি ছিল।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নতুন প্রজন্মকে মাঠমুখি করতে ময়দানে নামলেন বয়স্করা!