TRENDING:

Floating Home Stay: হোম স্টে তাও আবার ভাসমান! শিলিগুড়িতে দারুণ পরিষেবা

Last Updated:

শিলিগুড়িতে জলের উপর ভাসমান বাড়ি। ভাবলেই অবাক লাগে। উত্তরবঙ্গে আর কোথাও এমন বাড়ি কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : একা নিরিবিলি নির্জনে রাত কাটাতে কে না ভালোবাসে। আর যদি সেটা হয় জলের ওপর তাহলে কেমন হয়। শিলিগুড়ি শহরের অদূরে নকশালবাড়ি ব্লকে গড়ে উঠেছে জলের উপর ভাসমান হোমস্টে। নকশালবাড়ির বাসিন্দা রূপেশ কুমার মল্লিক টিভিতে দেখেই জলের ওপর হোম স্টে বানানোর পরিকল্পনা নেন। তারপর প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে তিনি বানিয়ে ফেলেছেন ভাসমান হোমস্টে। একই সঙ্গে তার রেস্তোরাও রয়েছে। সব অর্গানিক খাওয়ার পরিবেশন করেন তিনি ।
advertisement

আরও পড়ুন -  Valentine's Day: হায় ভালবাসা, পণ নিয়ে টানাপোড়েন, বউকে প্রেমের দিনে ছুরি মারল খোদ স্বামী

শিলিগুড়িতে জলের উপর ভাসমান বাড়ি। ভাবলেই অবাক লাগে। উত্তরবঙ্গে আর কোথাও এমন বাড়ি কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না। ইন্টারনেটের দৌলাতে জলের উপর ভাসমান বাড়ি দেখেছিলেন রুপেশ। তারপর থেকেই তার মনে ইচ্ছা জাগে সেও একটা বাড়ি বানাবে, যেটা জলের উপর ভাসবে। নিজের কারিগরি বুদ্ধি লাগিয়ে জলের ড্রাম দিয়ে তার উপরে প্ল্যাঙ্কিং বসিয়ে আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছে যেটা কিনা জলের উপর ভাসছে। আর তা দেখতেই দূর দূর থেকে লোকও আসছে সেখানে। রূপেশের এই মল্লিক রেস্টুরেন্টের খাওয়া অত্যন্ত সুস্বাদু বলে দাবি পর্যটকদের এবং একদিনের খরচ মাত্র হাজার টাকা। অর্থাৎ মাত্র হাজার টাকাতেই ভাসমান বাড়ির উপরে রাত কাটাতে পারবেন পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন -  Madhyamik Exam Tips: হাতে গোনা আর কয়েকটা দিন, রইল ইতিহাসের পরীক্ষার জন্য শেষ মহূর্তের টিপস

View More

ঘুরতে এসে রিয়া রায় জানান, সেখানে গেলেই তার মন শান্ত হয়ে যায় প্রকৃতির মাঝখানে এমন বাড়িয়ে দেখতে সবাই সকলে আসে শহর এবং শহর লাগোয়া আর কোন জায়গায় এমন দৃশ্য দেখতে পাবে না কেউ। তিনি আগেও এসেছিলেন জায়গাটি এতো ভালো লেগেছে যে বারবার তার মন টানে এই জায়গাটিতে আসার জন্য। রিয়া এও বলেন "এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু তাই বারবার চলে আসি এখানে। মন ভালো হয়ে যায় আমার।"অন্যদিকে প্রথমবার ঘুরতে আসা বিভান ঢালী জানান,"আমি তো পুরো অবাক এরকম দৃশ্য আগে কখনো দেখিনি।আমি বাকিদের বলবো যারা এখনো দেখনি তারা একবার এখানে এসে এই ভাসমান বাড়িতে দেখে যেতে পারো এবং থেকেও যেতে পারো।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Floating Home Stay: হোম স্টে তাও আবার ভাসমান! শিলিগুড়িতে দারুণ পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল