TRENDING:

Siliguri News: অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৫ বাংলাদেশি মহিলা, ধৃত ৩ ভারতীয় এজেন্ট

Last Updated:

কাজের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পাঁচ বাংলাদেশি মহিলাকে আনা হয়েছিল শিলিগুড়িতে। পুলিশের অভিযানে ওই পাঁচ মহিলা সহ গ্রেফতার তিন ভারতীয় এজেন্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। তারপর উত্তর দিনাজপুর হয়ে শিলিগুড়িতে পৌঁছয় পাঁচ বাংলাদেশি মহিলা। গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই হানা দিয়ে ওই পাঁচ বাংলাদেশি মহিলা ও তিন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ৷
advertisement

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে গর্ভগৃহে ঢোকা বন্ধ শিব ভক্তদের, জল্পেশে বাইরেই ঢালা জল পাইপ বেয়ে পড়ছে মহাদেবের মাথায়!

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই পাঁচজন বাংলাদেশি মহিলা সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ওই পাঁচ জন মহিলাকে ঢাকা থেকে নিয়ে ভারতীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা হয় পাচারকারীরা। শনিবার সারারাত পায়ে হেঁটে তারা ভারতের সীমান্তর কাছে এসে পৌঁছয়। উত্তর দিনাজপুর জেলার দোমোহনা এলাকায় ভারত-বাংলাদেশ সীমানা দিয়ে ওই পাঁচজন মহিলা ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তাঁদেরকে পাচারকারীরা নিয়ে আসে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়। সেই সময় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ যৌথভাবে হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করে। পুলিশের সন্দেহ, এই ঘটনার সাথে বড় কোনও আন্তর্জাতিক পাচার চক্রের হাত আছে। বিষয়টির গভীরে যাওয়ার জন্য ধৃত তিন ভারতীয় পাচারকারীর টানা জেরা চলছে।

advertisement

শিলিগুড়ি খবর | Siliguri News

View More

ধৃত বাংলাদেশি মহিলারা পুলিশের কাছে দাবি করেছেন, তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশি এজেন্টের মাধ্যমে অবৈধভাবে তাঁরা ভারতে প্রবেশ করেন৷ এদিকে ধৃত তিন ভারতীয় পাচারকারীর নাম ঝন্টু রায়, ফণি রায় ও সঞ্জয় রায়৷ তারা সকলেই শিলিগুড়ির বাসিন্দা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৫ বাংলাদেশি মহিলা, ধৃত ৩ ভারতীয় এজেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল