Jalpaiguri News: হাইকোর্টের নির্দেশে গর্ভগৃহে ঢোকা বন্ধ শিব ভক্তদের, জল্পেশে বাইরেই ঢালা জল পাইপ বেয়ে পড়ছে মহাদেবের মাথায়!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
দুর্ঘটনার আশঙ্কায় কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের গর্ভগৃহে শিব ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে
জলপাইগুড়ি: শিব ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় জলপাইগুড়ির জল্পেশ মন্দির। ময়নাগুড়িতে অবস্থিত এই মন্দিরের প্রতিবছর শ্রাবণ মাসে সোমবার করে উপচে পড়ে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছরের মতো এবারও জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারলেন না পুণ্যার্থীরা। আদালতের নির্দেশে মন্দিরের বাইরে জল ঢালতে হচ্ছে সবাইকে। পাইপের মাধ্যমে সেই জল গর্ভগৃহে গিয়ে সরাসরি পড়ছে শিবলিঙ্গের মাথায়।
জলপাইগুড়ির জল্পেশ মন্দির গোটা উত্তরবঙ্গেজুড়ে বিখ্যাত। নিরাপত্তার কথা মাথায় রেখে আদালত মন্দির চত্বরে শ্রাবণী মেলা বসার অনুমতি দিলেও ভক্তদের ভেতরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। পুণ্যার্থীরা মন্দিরের বাইরে জল ঢালছেন এবং সেই জল পাইপে করে গিয়ে শিবলিঙ্গের মাথায় পড়ছে, এই গোটা দৃশ্য মন্দিরে বাইরে লাগানো জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছে। তা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে সবাইকে।
advertisement
advertisement
এদিকে হাইকোর্টের নির্দেশ থাকলেও দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে না পেরে হতাশ। তাঁদের আক্ষেপ, এতো কষ্ট করে এসেও বাবার দর্শন পেলাম না। এইভাবে পুজো দিয়ে মন ভরছে না বলে জানিয়েছেন অনেকে। তাছাড়া বাইরে থেকে ঢালা জল পাইপের মাধ্যমে গিয়ে ঠিক করে শিবলিঙ্গের মাথায় পড়ছে কিনা তা নিয়েও সংশয়ে ভুগছেন কেউ কেউ।
advertisement
শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে রবিবার রাত থেকে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। কিন্তু যাতায়াতের পথ শরু হওয়ায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা করে গত বছর এক পুণ্যার্থীই কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন। সেই মামলাতেই আদালত সব কিছু খতিয়ে দেখে শ্রাবণ মাসে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাইকোর্টের নির্দেশে গর্ভগৃহে ঢোকা বন্ধ শিব ভক্তদের, জল্পেশে বাইরেই ঢালা জল পাইপ বেয়ে পড়ছে মহাদেবের মাথায়!