আরও পড়ুন: শাল-সেগুনে মুড়বে সুন্দরবন, শুরু হল ‘পলাশ’ কর্মসূচি
৩৪ বছরের পুজোয় শিলিগুড়ির এই পরিচিত পুজো কমিটির থিম ‘স্বপ্নের উড়ান’। যা দেখলে পুজোর আনন্দ অনুভূতি আপনার মনকে স্নিগ্ধ করতে বাধ্য। আসলে আমরা সবাই কংক্রিটের বেড়াজাল থেকে একটু খোলা আকাশের নিচে, শুদ্ধ বাতাস আর সবুজের মাঝে নিজেদের অন্যভাবে পেতে চাই। উৎসবের চার দিন আমাদের সেই স্বপ্নকেই পূরণ করতে উদ্যোগী হয়েছে পূর্বাঞ্চল দুর্গাপুজো কমিটি। থিম বৈচিত্র্যের প্রতিযোগিতার মধ্যেও সবুজের পক্ষে পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন তাঁরা।
advertisement
এই বিষয়ে ক্লাবের যুগ্ম সম্পাদক সুরজিৎ দত্ত বলেন, পুজোর মাধ্যমেই আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাই। পরিবেশ বাঁচানোর বার্তা। এর সঙ্গে পাল্লা দিয়ে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। কুমোরটুলি থেকেই প্রতিমা আসছে। বাড়তি পাওনা হিসেবে থাকছে আবহসঙ্গীত। তিনি আরও জানান, এবার তাঁরা দুর্গাপুজোকে কেন্দ্র করে শহর শিলিগুড়ির দর্শনার্থীদের জন্য অনেক বড় দায়িত্ব নিয়ে পুজোতে নুতুত্বের ছোঁয়া আনতে চেষ্টা করেছেন। এই থিম শহরবাসীর মন ছুঁয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনির্বাণ রায়