দীপাবলির ১৫ দিন পর, কার্তিক পূর্ণিমায় ধুমধাম করে পালিত হয় দেব দীপাবলি। ৮ নভেম্বর কার্তিক পূর্ণিমা। কিন্তু এদিন চন্দ্র গ্রহণ লাগায় এক দিন আগে ৭ নভেম্বরই বারাণসীতে দেব দীপাবলি পালিত হচ্ছে। কথিত আছে , এ দিন দেবতারা মর্ত্যে আসেন এবং বারাণসীর কাশী ঘাটে প্রদীপ প্রজ্জ্বলিত করে দীপাবলি উৎসব পালন করেন।
advertisement
আরও পড়ুনঃ সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা
তবে এবার শিলিগুড়িতেও বিহারী সেবা সমিতির সদস্যরা মিলে মহানন্দা মৌলিক নিরঞ্জন ঘাটে প্রদীপ প্রজ্জলন করে দেব দীপাবলি পালন করেন। বিহারী সেবা সমিতির সদস্যরা জানান সমগ্র দেশের মতন শিলিগুড়িতেও এবার দেব দীপাবলির আয়োজন করা হলো । আগামীতেও তারা এই দেব দীপাবলির আয়োজন মহান অন্যান্য নদীর তীরে করে থাকবেন। করোনার মত যেনো ডেঙ্গুও শহর শিলিগুড়ি থেকে দ্রুত বিদায় নিয় এই দেব দীপাবলিতে এমনি প্রার্থনা করলেন বিহারী সেবা সমিতির সদস্যারা।
অনির্বাণ রায়