আরও পড়ুন: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু’জনের মৃত্যু
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া-২ পঞ্চায়েতের তুলসীনগরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি গড়ে উঠেছে। এর ফলে শিলিগুড়ি শহরের পাশাপাশি সেখানকার গ্রামীণ এলাকাতেও বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু হয়ে গেল। এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার তৈরি হবে। যা ব্যবহার করে এখানকার কৃষকরা উন্নত মানের ফসল উৎপাদন করতে পারবেন।
advertisement
শিলিগুড়ি খবর | Siliguri News
এই প্রকল্প প্রসঙ্গে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, মাটিগাড়া পঞ্চায়েতের উদ্যোগে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পথ চলা শুরু হল। আগামীতে ধীরে ধীরে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ইউনিট খোলা হবে। এই ইউনিটের মাধ্যমে নোংরা আবর্জনা থেকে সার তৈরি হবে এবং বাকি বর্জ্য অন্যত্র সরিয়ে ফেলা হবে। এতে গ্রাম পরিষ্কার ও স্বচ্ছ থাকবে। প্রতিটি ব্লকে পৃথক পৃথক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে তোলা হবে বলেও তিনি জানান।
অনির্বাণ রায়