পারভেজ জানান তাঁর জন্য প্রচুর যত্ন নিতে হয়েছে। “বাবু”র ডায়েট প্ল্যান শুনলে চমকে যাবেন আপনি। উত্তরবঙ্গে এই ওজনের খাসি আর কোথাও দেখতে পাবেন বলে মনে হবে না। এবার আসি তার ডায়েট প্ল্যানে কথায়। সকালে, চানা ৫০০ গ্রাম, কাঁঠাল পাতা, ৫ টা রুটি। তারপর বিকেলে, ১০ টা কলা, ৫০০ গ্রাম চানা, কাঁঠাল পাতা, ডাইজেস্টিভ বিস্কুট। আবার রাতে ৫ টি রুটি, হালকা উষ্ণ জল লবণ বা চিনি দিয়ে দেওয়া হয় বাবুকে। প্রতি সপ্তাহ ডাক্তার দেখানো হয়েছে তাকে। মূলত এই শিরোহি প্রজাতির খাসি পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের দিকে দেখতে পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় ‘কিছুর’ প্রস্তুতি তৃণমূলে! ‘মস্তিষ্ক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এগুলির ওজন দেড়শ কেজি পর্যন্ত হয়ে থাকে। পারভেজের কথায় বাবুর ওজন আরও বেশি ছিল। চলতে ফিরতে অসুবিধা হতো “বাবু”র। ডাক্তারের কথামতো ডায়েট করায় এখন সে সুস্থ অবস্থায় হাঁটাচলা করতে পারছে।পারভেজ জানান, “আমি এই খাসিটি আমাদেরই এক প্রতিবেশীর থেকে এনেছিলাম। এর বয়স প্রায় দুই বছর আমার কাছে দেড় বছর ধরে খাসিটি রয়েছে। ভালবেসে আমরা বাবু নাম দিয়েছি।”
আরও পড়ুন: জীবনে হারেননি তৃণমূলের অনিল পাত্র, বয়স ‘মাত্র’ ৯১! এবারেও প্রার্থী, কোথায় জানেন?
তিনি আরও জানান,” এই শিরোহি প্রজাতির খাসি হরিয়ানা রাজস্থানে দেখতে পাওয়া গেলেও। উত্তরবঙ্গে এত কেজি ওজনের খাসি আজ পর্যন্ত দেখা যায়নি।” পারভেজের কথায় সঠিক যত্ন নিলে সকলেই এমন মাপের ওজনের খাসি তৈরি করতে পারবেন।
অনির্বাণ রায়