TRENDING:

Silguri: সিনেমা প্রেমীদের জন্য সুখবর! শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়িতে

Last Updated:

শিলিগুড়িতে সিনেমাপ্রেমী মানুষদের জন্য আয়োজিত হতে চলেছে নবমতম শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শিলিগুড়িতে সিনেমাপ্রেমী মানুষদের জন্য আয়োজিত হতে চলেছে নবমতম শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ২৯ অগাস্ট থেকে ৩১ শে অগাস্ট এই তিনদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রিভিউ থিয়েটারে প্রদর্শিত হবে। শিলিগুড়ি সিনে সোসাইটির তরফে এই শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান সিনে সোসাইটির তরফে প্রদীপ নাগ। এছাড়াও সংস্থার সভাপতি সঞ্জীবন দত্ত রায় জানান শিলিগুড়িতে প্রচুর সিনেমাপ্রেমী মানুষ রয়েছে যারা সিনেমা দেখতে পছন্দ করে , যারা সিনেমা তৈরি করে। তাদের কথা ভেবেই এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
advertisement

 

 

এতে তরুণ প্রজন্ম যেমন উৎসাহিত হবে, তেমনি তাদের সিনেমা দেখার প্রতি আগ্রহটাও বাড়বে বলে আশাবাদী তিনি। অতীতে এই ফেস্টিভ্যাল টি শুধু দর্শকদের দেখার জন্যই করা হত। কিন্তু ধীরে ধীরে এটিকে প্রতিযোগিতামূলক ফেস্টিভ্যালের রূপ দেয়া হয়েছে। তার কারণ সবার মধ্যে ভালো কিছু করার তাগিদটাও বাড়বে বলে আশা করছেন তারা।

advertisement

View More

আরও পড়ুনঃ আহত ধনেশ পাখিকে উদ্ধার করলেন ভবেশ!

 

 

এছাড়াও সংস্থার তরফে সম্পাদক প্রদীপ নাগ জানান সবার পক্ষে সব সিনেমা দেখা হয়ে ওঠে না , এই ফেস্টিভ্যাল এর মাধ্যমে গোটা দেশের সিনেমা সকলে দেখতে পারবে জানতে পারবে সারা দেশ জুড়ে কিরকম সিনেমা তৈরি হচ্ছে। তাতে আখেরে লাভবান হবেন শিলিগুড়ির সিনেমাপ্রেমী মানুষেরা। তিনি জানান গোটা দেশ থেকে ৭০ টি শর্ট ফিল্ম ১৮ টি ডকুমেন্টারি এসেছে।

advertisement

আরও পড়ুনঃ স্কুল ইউনিফর্মের রং বদল! ক্ষোভ অভিভাবকদের

 

 

তাদের মধ্য থেকে বেছে ১৮ টি শর্ট ফিল্ম ১০ টি ডকুমেন্টারি বিচারকের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। বিচারকদের নির্বাচনের পর তারিখ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেপ্টেম্বর শিলিগুড়ির একটি হোটেলে স্মারক বক্তৃতা পুরষ্কার বিতরণ একই সঙ্গে করা হবে। স্মারক বক্তৃতার বিষয় থাকবে বাংলা চলচ্চিত্র তরুন মজুমদার। বক্তৃতা দেবেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যাক্তিত্ব অশোক বিশ্বনাথন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Silguri: সিনেমা প্রেমীদের জন্য সুখবর! শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল