সূত্রের খবর, দক্ষিণ শান্তিনগরের বিনয় মোড়ের বাসিন্দা রোহিত শাহ এদিন সকালে ব্যাঙ্কে টাকা তুলতে যান। সেখানে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন দুজন সন্দেহভাজন লোক তাঁর পেছনে ছিল। এরপর ৮০ হাজার টাকা তুলে ব্যাঙ্ক থেকে বাইরে বের হতেই দুজন পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগেই পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। এনজেপি থানায় লিখিত অভিযোগ জানান। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন : ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, ব্যর্থ পুরসভা! মিছিল করে প্রতিবাদ জানাল কংগ্রেস
একের পর এক ঘটছে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় সর্বস্ব খোয়ানোর পাশাপাশি হতাহতও হচ্ছেন অনেকে। মানুষের কষ্টে উপার্জন করা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নানা ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। পুলিশ সদস্যরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। বস্তুত রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। ছিনতাইয়ের ঘটনাগুলো সবার মনে আতঙ্ক বাড়িয়ে তুলছে। বিশেষ করে রাস্তা চলার সময় পথচারীদের মনে সারাক্ষণ ছিনতাইয়ের আতঙ্ক লেগেই থাকে।
আরও পড়ুন : স্কুল না কলেজ? সঙ্গমের বিষয়ে জানার সঠিক বয়স কোনটি?
পুলিশের কথায়, ছিনতাইকারীরা বেশিরভাগ সময় ফাঁকা রাস্তাকেই বেছে নেয়। যে সমস্ত রাস্তায় যানজট হয় সেগুলো তাঁরা এড়িয়ে চলেন। তাঁরা প্রায়ই ভোরবেলায় রেল ও বাস স্টেশনে যাতায়াতকারী যাত্রী ও অফিসগামীদের অনুসরণ করে ছিনতাই করে থাকে। তাঁদের মূল টার্গেট হল ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তি এবং মোবাইল ব্যাংক কর্মীরা। এছাড়া বিদেশ ফেরত যাত্রীরাও রয়েছে তাদের টার্গেটে।
অনির্বাণ রায়