TRENDING:

আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকী ৫ কোটি নিচ্ছেন রণবীর সিং!

Last Updated:

শোনা যাচ্ছে, ১১ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর। ১৫ মিনিটের সেই পারফর্ম‍্যান্স! ধারনা আছে তার জন্য কত টাকা নিচ্ছেন নায়ক?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এই মুহূর্তে বলিটাউনে চাহিদার তুঙ্গে একমাত্র একজনই-- রণবীর সিং! 'আলাউদ্দিন খিলজি'র মুকুটে আরও একটা পালক জুড়তে চলেছে! শোনা যাচ্ছে, ১১ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর। ১৫ মিনিটের সেই পারফরম্যান্স! ধারনা আছে তার জন্য  কত টাকা নিচ্ছেন নায়ক?
advertisement

আরও পড়ুন-নির্মাতাদের ছবি মুক্তির অনুরোধ জানিয়ে ট্যুইট অমিতাভের

বিস্বস্ত সূত্রের খবর, ১৫ মিনিটের একটা ডান্স সিকোয়েন্সের জন্য 'বেফিকরে' স্টার-এর পারশ্রমিক ৫ কোটি টাকা!

নায়কের ঘনিষ্ঠ একজনের থেকে জানা যায়, '' রণবীর প্রথমে বলেছিল ক্যাসুয়াল একটা পারফরম্যান্স করবেন। কিন্তু আইপিএল-এর আয়োজকরা চান ওইদিন পুরোদমে পারফর্ম করুন তিনি। আর সেজন্যই অত টাকা দিচ্ছেন।"

advertisement

আরও পড়ুন- টুইঙ্কলকে অটোয় চাপিয়ে, অটো ড্রাইভার আক্কি

কাজ নিয়ে বরাবরই প্রফেশনাল রণবীর। এই মুহূর্তে তিনি জোয়া আখতার-এর 'গাল্লি বয়'-এর শুটিং-এ ব্যস্ত। চলছে রোহিত শেট্টি-র 'সিমবা' প্রস্তুতিপর্বও। কিন্তু তার মধ্যেও সময় বের করে, নিয়মিত চলছে আইপিএল-এর অনুষ্ঠানের জন্য তাঁর নাচের রিহার্সাল!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরও পড়ুন-মুক্তি পেল, শিবপ্রসাদ, নন্দিতা'র আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/IPL 2018/
আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকী ৫ কোটি নিচ্ছেন রণবীর সিং!