আরও পড়ুন: গ্রামের ভোট নিয়ে লোকাল ট্রেনের বিতর্ক সভার রায় কী? উঠে এল চমকে দেওয়ার মতো কিছু মত
রং-তুলি হাতে তরুণীরা রাস্তায় নেমে পড়েছেন, লিখছে ভোট প্রচারের দেওয়াল। পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া কোরোয়া পঞ্চায়েত এলাকায় দেখা গেল এমন দৃশ্য। ওই এলাকায় এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের প্রাক্তন এরিয়া কমান্ডার নন্দকুমারের স্ত্রী তনুজা কুমার। তাঁরই দেওয়াল লিখনের কাজ করছেন ওই তরুণীরা। এই বিষয়ে ওই তরুণীরা জানালেন, এর আগে বিধানসভা ভোটের সময় তাঁরা প্রথম দেওয়াল লিখনের কাজ করেছিলেন। তাতেই উৎসাহ অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটেও দেওয়াল লেখার কাজ করছেন। ভোটের প্রচারে দেওয়াল লেখার বেশ উপভোগ করছেন বলেই জানান তাঁরা।
advertisement
তরুণীদের দেওয়াল লিখনের কাজ দেখে খুশি গ্রামের মানুষও। এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, গত বিধানসভা ভোটের সময় গ্রামের মেয়েরা প্রথম দেওয়াল লেখার কাজ করে। এবার পঞ্চায়েত প্রার্থীর সমর্থনে আবার তারা রং-তুলি তুলে নিয়েছে হাতে। এতে গ্রামের অল্পবয়সীদের সৃজনশীলতার প্রকাশ ঘটছে বলে তাঁরা মনে করছেন।
শমিষ্ঠা ব্যানার্জি