এই মার্বেল লেক তৈরি হয়েছে সম্পূর্ণ প্রকৃতির নিয়মে। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই মার্বেল লেক। পর্যটকেরা অযোধ্যা বেড়াতে গেলে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করতে ভোলেন না। ফটোসেশন করার জন্য অনেকেই এই জায়গা বেছে নেন। মুগ্ধ চোখে মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করেন।
আরও পড়ুনঃ পুরোহিতের আসনে মহিলা, ব্যতিক্রমী সরস্বতী পুজো দেখতে উপচে পড়ল ভিড়, ভাইরাল ভিডিও
advertisement
মার্বেল লেককে কেন্দ্র করে যে সকল দোকান গুলি গড়ে উঠেছে তাদেরও ব্যবসা আগের তুলনায় অনেকটাই ভাল হচ্ছে। দু-বছর করোনার কারণে পর্যটকদের বিপুল সমাগম না হওয়ার কারণে বিক্রিবাটায় ভাটা পড়েছিল ব্যবসায়ীদের। করনা আবহ কাটিয়ে আবারো চেনা ছন্দে যখন মানুষ ফিরছে স্বভাবতই মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। স্বাভাবিক জীবনে ফিরছে তারাও।
দিঘা, পুরীর সঙ্গে তালে তাল মিলিয়ে পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আর অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত মার্বেল লেক সুন্দরী অযোধ্যার মধ্যমণি হয়ে উঠেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি