নিতুরিয়ার পারবেলিয়ার এই গণেশ পুজোর উদ্বোধন করছেন বিশিষ্ট ভোজপুরি সংগীত শিল্পী নেহা সিং রাঠোর। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ ভীম রাও যোধাবর , পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ অন্যান্যরা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও এই পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে।
আরও পড়ুন – Dengue in Kolkata: ডেঙ্গি পরিস্থিতিতে কড়া নজর পুরসভার, পুজোয় ছুটি বাতিল স্বাস্থ্যকর্মীদের
advertisement
পুজো কমিটির পক্ষথেকে শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান, ‘‘একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর গণেশ পুজো হচ্ছে৷ রজতজয়ন্তী বর্ষে মানুষ যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের ভীষণই ভাল লাগছে। এ বছর এই পুজোর বাজেট রয়েছে আনুমানিক ৩০ লক্ষ টাকা। আগামী বছর মানুষ চাইলে এর চেয়েও আরও বড় কিছু দেখতে পারবে। আমরা সবাইকে নিয়ে এইভাবেই এগিয়ে যেতে চাই। ’’
এ বিষয়ে বিশিষ্ট ভোজপুরি সঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর বলেন , ‘‘ভগবান গণেশ সবাইকে ভাল রাখুক এইটুকুই চাই। আমার ভীষণ ভাল লাগছে এখানে এসে।’’
বরাবরই পুরুলিয়ার নিতুরিয়ার পারবেলিয়ার গণেশ পুজোয় কিছু না কিছু চমক থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুধু পুরুলিয়া জেলা নয় ভিন জেলা থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। এই পূজকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা যায়। গণেশ পুজোয় পুরুলিয়ার নিতুরিয়ার পারবেলিয়া হয়ে ওঠে এক টুকরো মুম্বই।
Sharmistha Banerjee