এদিন পুরুলিয়া স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের বাসিন্দাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল বন্দেভারত ট্রেন পুরুলিয়ার উপর দিয়ে যাবে। পুরুলিয়া স্টেশনে থামবে। মানুষের সেই ইচ্ছাকেই বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেন পেয়ে জেলার মানুষ খুবই খুশি।’’
advertisement
বন্দেভারত ট্রেন দেখতে আসা ব্যক্তিদের গলাতেও ঝরে পড়ছিল উৎসাহ৷ একজন জানান, এইরকম অত্যাধুনিক মানের ট্রেন এই জেলায় শুরু হওয়ায়, তাঁরা ভীষণই খুশি। ট্রেনের ভাড়া বেশি হলেও এই ধরনের উন্নতমানের ট্রেন এই জেলার উপর দিয়ে যাবে সেটাই তাঁদের কাছে গর্বের। আগামী দিনে এই ধরনের আরও উন্নতমানের ট্রেন এই জেলার উপর দিয়ে চলবে এমনটাই আশা রাখছেন তাঁরা।
রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৭ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ছাড়া নিয়মিত ভাবে চলাচল করবে এই ট্রেন। এদিন পুরুলিয়া স্টেশনে বন্দেভারতের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যায় উৎসাহী মানুষজনদের মধ্যে। এক কথায় বলাই যায় পুজোর আগে জঙ্গলমহলবাসীদের দুর্দান্ত উপহার দিল রেল।
শমিষ্ঠা ব্যানার্জি