রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়কের উপর রবিবার বিকেলে ঝালদার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতেই ছিল একটি সংস্থার বিড়ির গোডাউন। এলাকাটি জনবহুল হওয়ায় অন্যান্য বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের খবর, ওই গোডাউনে বাঁধা বিড়ির পাশাপাশি প্রচুর পরিমাণে তামাক পাতা মজুত করা ছিল, ফলে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আশঙ্কা তৈরি হয়।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারেরের নথি ব্যবহার করে সিউড়ির ব্যাঙ্কে 'গরু পাচারের' ভুয়ো অ্যাকাউন্ট!
স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। তারা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করে। দমকলকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বাড়ির মালিক প্রবীর ব্যানার্জি বলেন, ব্যবসার জন্য বাড়ির কিছু ঘর বিড়ির গোডাউন হিসেবে একজনকে ভাড়া দেওয়া হয়েছিল। কীভাবে এই আগুন লাগল তা বুঝতে পারছেন না। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় কেউ আহত হননি। দমকল বিষয়টি নিয়ে তাদের মত করে তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখছে আদৌ ওই গোডাউনের বৈধ অনুমতি ছিল কিনা। স্থানীয়দের অভিযোগ, রেসিডেন্সিয়াল এলাকায় অবৈধভাবে বিড়ির মতো দাহ্য বস্তুর গোডাউনের জন্য ওই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এর জন্য সঠিক অনুমতি নেওয়া হয়নি।
শর্মিষ্ঠা ব্যানার্জি