আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর নাম ঘোষনা হওয়ার পরেই আবেগে আপ্লুত হয়ে উঠেছে গোটা বিদ্যালয়। শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যেই এই আনন্দের জোয়ার সীমাবদ্ধ নেই।
শান্তনু চক্রবর্তী একসময় শিক্ষকতা করতেন আড়শা ব্লকের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ে। তাঁর শিক্ষারত্ন প্রাপ্তির খবর সেই গ্রামে পৌঁছালে সেখানকার মানুষেরাও সীমাহীন আবেগে ভাসছেন। তাঁর এই সাফল্যে গর্বিত গ্রামবাসীরা।
advertisement
এ বিষয়ে শিক্ষক শান্তনু চক্রবর্তী বলেন, তিনি গর্বিত তাঁকে এই সম্মান প্রদান করার জন্য। তাঁর দায়িত্ব অনেকখানি বেড়ে গেল। সকলকে নিয়ে আগামী দিনে বিদ্যালয়কে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন: ‘শিক্ষারত্ন’ পেতে চলেছেন রামকৃষ্ণ মিশনের দেবাশিষ মণ্ডল, চিনে নিন এই মাস্টারমশাইকে
শিক্ষক দিবসের দিন গোটা রাজ্যের মধ্যে থেকে মোট ৬১ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবে শিক্ষা দফতর। এরই পাশাপাশি এই দিন চলতি বছরের কৃতী ছাত্র-ছাত্রীদেরও বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে।
শমিষ্ঠা ব্যানার্জি