পুরুলিয়া শহরের মফস্বল থানার ২ নম্বর ব্লকে অবস্থিত সিং বাজার গ্রাম। এই গ্রামের ৬০ টি পরিবার তাঁতি। বংশপরম্পরায় তারা তাঁত বোনার কাজ করছেন। এককালে তাদের হাতের কাজের বিপুল চাহিদা ছিল। কিন্তু বর্তমানে বাহারি কাপড়ের ভিড়ে হাতে বোনা তাঁতের চাহিদা কমে যাওয়ায় করুন দশা হয়েছে তাদের। চরম অর্থ কষ্টে কোনক্রমে দিন যাপন করছেন তারা। হাতে বোনা তাদের কাপড়ের বরাত না মেলায় এখন এই গ্রামে মাত্র ১০ থেকে ১৫ টি ঘরেই তাঁত বোনা কাজ হয়। বেশিরভাগ তাঁতি পেটের দায়ে পেশা বদলাতে বাধ্য হয়েছে। কয়েক জন বৃদ্ধ তাঁতি দাবি বাধ্যক্ষ ভাতা মিললেও মিলেনা অন্য কোন সরকারি সহায়তা।
advertisement
আরও পড়ুন - ৫০-৬০ হাজারি দক্ষিণ আমেরিকার এক একটা পাখি, বর্ডার দিয়ে হয়ে যাচ্ছিল পাচার
আরও পড়ুন - North Bengal: যেখানে সেখানে ভল্লুকের অত্যাচার, আতঙ্কে মানুষ, নতুনভাবে ভাবছে বন দফতর
যে সকল তাঁতিরা সুতো তৈরি কাজ করেন তাদের দাবি, বংশপরম্পরায় তারা সুতোর কাজ করছে একটা সময় তাদের বোনা তাঁতের কাজের বিপুল চাহিদা ছিল। কিন্তু আজ সেসব অতীত। সরকার যদি তাদের জন্য লোনের ব্যবস্থা করে তাহলে তারা বিকল্প কিছু পরিকল্পনা করে তাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করবে।
গ্রাম বাংলার ঐতিহ্য এই তাঁত শিল্প। রেডিমেড কাপড়ের বাজারে তাঁত শিল্পীদের কদর কমলেও তাঁতের চাহিদা আজও রয়েছে। শুধু প্রয়োজন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের।
Sarmistha Banerjee Bairagi