সেই নির্দেশিকা অনুযায়ী শুক্রবার পুরুলিয়ার ঝালদা বন বিভাগের পক্ষ থেকে খামারা হাইস্কুলের পরীক্ষার্থীদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এরই পাশাপাশি পারবি , দাঁতিয়া , জজোহাতু গ্রামের পরীক্ষার্থীদেরও জাগো হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে ঝালদা রেঞ্জের বিশ্বজ্যোতি দে বলেন , ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
এ বিষয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ মাহাত বলেন , ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এত দ্রুত মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও খুশি সরকারের এই উদ্যোগের জন্য।
উল্লেখ্য , মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় জলপাইগুড়িতে। হাতির আক্রমণে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার পরেই একপ্রকার নড়েচড়ে বসে প্রশাসন। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বনদপ্তর ও প্রশাসনকে , রাজ্যের যে সকল এলাকায় হাতির উপদ্রব রয়েছে। সেই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বনদপ্তর নিজ উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। সেই নির্দেশ অনুসারে শুক্রবার থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে বনদপ্তর।
Sharmistha Banerjee