সাপ খেলা দেখাতে গেলে নানান কটুক্তির সম্মুখীন হতে হয় তাদের। আর্থিক অভাবের কারণে লেখাপড়াও করতে পারছে না লোহারসোল গ্ৰামের সাপুড়েদের ছেলেমেয়েরা। সরকারের থেকে রেশন মিললেও এখনও পর্যন্ত মেলেনি আবাস যোজনার ঘর। সরকার তাদের রোজগারের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করুক দাবি জানিয়েছেন সাপুড়েরা।
আরও পড়ুন: রাস্তা তুমি কার? বিশ্বভারতীতে ফের পাঁচিল বিবাদ! পথে খোদ উপাচার্য!
advertisement
সমাজের দ্রুত অগ্রগতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সাপের খেলা। এককালে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত সাপ খেলা দেখিয়ে বেড়াতো সাপুড়েরা। সাপ খেলা দেখানোর পাশাপাশি বেদে ও বেদেনিরা নানান ঔষধি, তাবিজ, তাগা, মাদুলি বিক্রি করে নিজেদের পেট চালাতো। আজ সে সব অতীত। হত দারিদ্রতার মধ্যে দিয়ে কোনরকমে বেঁচে রয়েছেন তারা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
First Published :
November 10, 2022 9:51 PM IST