Birbhum News : রাস্তা তুমি কার? বিশ্বভারতীতে ফের পাঁচিল বিবাদ! পথে খোদ উপাচার্য!

Last Updated:

Birbhum News: রাস্তায় পাঁচিল তুলতে দেবে না স্থানীয়রা! ওদিকে ছাড়তে নারাজ বিশ্বভারতী! অবশেষে ফের তুমুল বিবাদ! পথে নামতে হল খোদ উপাচার্যকে!

+
উপাচার্য

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

#বীরভূম : বিশ্বভারতী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই চর্চায় থাকতে দেখা যায়। সেরকমই বৃহস্পতিবার বিশ্বভারতী ফের একবার চর্চায় এলো পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও একাধিক বার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বোলপুরের বাসিন্দাদের বিবাদে জড়াতে দেখা গিয়েছে। সেই ঘটনাটি পুনরাবৃত্তি ঘটল বৃহস্পতিবার। তবে এদিন পরিস্থিতি সামাল দিতে পথে নামেন খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জায়গার উপর থাকা একটি রাস্তায়  পাঁচিল দেওয়ার কাজ শুরু করা হয়। যে রাস্তাটিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু করা হয় সেই রাস্তাটি সুরশ্রীপল্লীর সঙ্গে যোগাযোগের অন্যতম একটি রাস্তা। রাস্তাটি সুরশ্রী পল্লী থেকে দূরদর্শন কেন্দ্রের পাশ দিয়ে লজ মোড় আসে। এর আগেও এই রাস্তাটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। তবে পরবর্তীতে সেই পাঁচিল ভেঙ্গে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক হস্তক্ষেপে। সেই জায়গাতে এদিন পুনরায় পাঁচিল দেওয়ার প্রচেষ্টা চালায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
তবে এই রাস্তাটি বিশ্বভারতী কর্তৃপক্ষ পুনরায় বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতেই স্থানীয় বাসিন্দারা সেখানে জমা হন এবং তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিশ্বভারতীর অন্যান্য আধিকারিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ ধরে এলাকার বাসিন্দাদের বাকবিতণ্ডা হয়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের কাছে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে এই রাস্তাটি তারা কোনভাবেই বন্ধ করতে দেবেন না। অন্যদিকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী স্থানীয় বাসিন্দাদের এই রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে বারবার বলতে থাকলে স্থানীয় বাসিন্দারা অবস্থানে বসার কথা জানান। এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচিল দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ সরাসরি ভাবে কিছু না বললেও সূত্র জানা যাচ্ছে আগামী ১৭ নভেম্বর এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : রাস্তা তুমি কার? বিশ্বভারতীতে ফের পাঁচিল বিবাদ! পথে খোদ উপাচার্য!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement