পরিবারে রয়েছে বৃদ্ধা মা ও তার মেয়ে। বৃদ্ধার বয়স প্রায় ৮৫ বছর ও মেয়ের বয়স প্রায় ৫২ বছর। তারা এক ঘরে হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন বছর ধরে। গ্রামের কেউই তাদের সাথে কোন যোগাযোগ রাখে না। ৫২ বছর বয়সী ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করছে গ্রামের বাসিন্দারা। নিপিরিত ওই মহিলার দাবি , দীর্ঘ প্রায় তিন বছর ধরে তারা গ্রামের এক কোনায় পড়ে রয়েছে। গ্রামের কেউ তাদের দিকে ফিরে তাকায় না। কেউ তাদের সাথে কথা বলে না।
advertisement
আরও পড়ুন:
এমনকি গ্রামের নলকূপ থেকে জল নেওয়ার অধিকার নেই তাদের। তাদের বসবাসের জন্য নয় ডেসিমেল জায়গা রয়েছে। সেই জায়গাটা হাতানোর জন্যই গ্রামের মানুষেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করতে চাইছে। গ্রাম ছাড়া না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলে অভিযোগ ওই মহিলার। বারংবার বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানিও কোন সুরাহা না পেয়ে অবশেষে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা।
আরও পড়ুন:
এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন , “ডাইনির শব্দের কোন বৈজ্ঞানিক অর্থ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অপপ্রচার চালিয়ে গ্রামেগঞ্জে ভুল বার্তা ছড়ানো হয় সমাজে। মূলত বেশিরভাগ জায়গাতেই জমি বাড়ি হাতানোর উদ্দেশ্যেই এই অপপ্রচার চালায় কিছু দুষ্ট মানুষেরা। এর প্রতিবাদে আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি। ডাইনি বলে কিছুই হয় না। “বিষয়টি নিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় পুলিশ সুপারের পক্ষ থেকে এমনটাই সূত্রের খবর।
শমিষ্ঠা ব্যানার্জি