TRENDING:

Purulia News | Viral Video : গ্রামের কেউ তিন বছর ধরে কথা বলে না! কী দোষ পরিবারের! জানলে শিউরে উঠবেন

Last Updated:

Purulia News | Viral Video :  গোটা পরিবারে আতঙ্ক! শুনুন কাহিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু আজও গ্রাম বাংলার বহু ঘরে ডাইনি অপবাদে ঘর ছাড়া হতে হয় অনেক নিরীহ মহিলাদের। যার ফলে তাদের জীবন অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে। ডাইনি অপবাদ নিয়ে গ্রামবাংলায় এতটাই অপপ্রচার রয়েছে যে সেই ডাইনি অপবাদে অনেক মহিলাকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হয়। এবার ডাইনি অপবাদে প্রান নাসের হুমকির অভিযোগ প্রকাশে এলো পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত কুমড়া অঞ্চলের তাস গ্রামের এক পরিবারকে দীর্ঘ তিন বছর ধরে এক ঘরে করে দেওয়া হয়েছে।
advertisement

পরিবারে রয়েছে বৃদ্ধা মা ও তার মেয়ে। বৃদ্ধার বয়স প্রায় ৮৫ বছর ও মেয়ের বয়স প্রায় ৫২ বছর। তারা এক ঘরে হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন বছর ধরে। গ্রামের কেউই তাদের সাথে কোন যোগাযোগ রাখে না। ৫২ বছর বয়সী ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করছে গ্রামের বাসিন্দারা। নিপিরিত ওই মহিলার দাবি ,  দীর্ঘ প্রায় তিন বছর ধরে তারা গ্রামের এক কোনায় পড়ে রয়েছে। গ্রামের কেউ তাদের দিকে ফিরে তাকায় না। কেউ তাদের সাথে কথা বলে না।

advertisement

আরও পড়ুন:

এমনকি গ্রামের নলকূপ থেকে জল নেওয়ার অধিকার নেই তাদের। তাদের বসবাসের জন্য নয় ডেসিমেল জায়গা রয়েছে। সেই জায়গাটা হাতানোর জন্যই গ্রামের মানুষেরা তাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করতে চাইছে। গ্রাম ছাড়া না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলে অভিযোগ ওই মহিলার। বারংবার বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানিও কোন সুরাহা না পেয়ে অবশেষে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা।

advertisement

আরও পড়ুন:

এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন , “ডাইনির শব্দের কোন বৈজ্ঞানিক অর্থ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অপপ্রচার চালিয়ে গ্রামেগঞ্জে ভুল বার্তা ছড়ানো হয় সমাজে। মূলত বেশিরভাগ জায়গাতেই জমি বাড়ি হাতানোর উদ্দেশ্যেই এই অপপ্রচার চালায় কিছু দুষ্ট মানুষেরা। এর প্রতিবাদে আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি। ডাইনি বলে কিছুই হয় না। “বিষয়টি নিয়ে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় পুলিশ সুপারের পক্ষ থেকে এমনটাই সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News | Viral Video : গ্রামের কেউ তিন বছর ধরে কথা বলে না! কী দোষ পরিবারের! জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল