বৈঠক থেকে রাজ্য সরকার ও বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়েও বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন তিনি। এই দিনের সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এরই পাশাপাশি তিনি বলেন, বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামেছে। বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে তারা জিতবেই।
advertisement
আরও পড়ুন: এখনও জনপ্রিয়তায় শীর্ষে বাবু, আলিপুর চিড়িয়াখানার বাদশাকে দেখতে উপচে পড়া ভিড়!
আরও পড়ুন: শীতের ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ!
বহু মানুষ আবারও লাল ঝাণ্ডার তলায় লড়াই করতে চাইছে। এই দিনের বৈঠকে আবাস যোজনার, চাকরি দুর্নীতি-সহ বেশ কিছু বিষয় নিয়ে সরব হন তিনি। নিজেদের অস্তিত্ব কায়েমের লড়াইয়ের সমগ্র দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিএম নেতৃত্ব। তাই পঞ্চায়েত নির্বাচনে কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের পুরুলিয়া সফর দলীয় কর্মীদের মনবলকে আরও চাঙ্গা করে তুলবে বলে মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি