যে মিঠুন চক্রবর্তীকে এতকাল শুধুমাত্র সিনেমার পর্দায় দেখতে পেয়েছিল পুরুলিয়ার মানুষেরা রাজনীতির দৌলতে এইদিন তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেল পুরুলিয়া বাসিন্দারা। মিঠুন চক্রবর্তীকে এত কাছ থেকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে আগত জনতারা ! এই দিন বিজেপি নেতাকর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ শোনেন মিঠুন চক্রবর্তী। কর্মীদের সমস্ত সমস্যা কথা উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি। এইদিন মিঠুন চক্রবর্তীর পুরুলিয়া আগমনকে ঘিরে সেজে উঠেছিল গোটা পুরুলিয়া জেলা। মিঠুন চক্রবর্তীর আগমনে পুরুলিয়ার মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
advertisement
আরও পড়ুন: বেলুন-ওয়ালার মাথার ওপর দিয়ে চলে গেল লরির চাকা! ভয়াবহ ঘটনা মালদহে!
সভা সমাপ্তি হওয়ার পর দলেরই এক সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজন সারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, লেবু, আলু ভাজা ,শাক ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, চারা পোনার ঝোল, পোলাও, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি ও দই। এক প্রকার এলাহি আয়োজন করা হয়েছিল মিঠুন চক্রবর্তীর মধ্যাহ্নভোজনে। পুরুলিয়ার মানুষদের এই আপ্যায়ন দেখে অভিভূত হয়ে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিপুল আগ্রহে সকাল থেকে তার অপেক্ষা করার জন্য জনতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
শর্মিষ্ঠা ব্যানার্জি