TRENDING:

Purulia News | Mithun Chakraborty : আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা! পুরুলিয়ায় সভা করতে এসে দুপুরে আর কী খেলেন মিঠুন? জানলে চমকে যাবেন

Last Updated:

Purulia News | Mithun Chakraborty : বুধবার পুরুলিয়া আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পুরুলিয়া উৎসবের চেহারা নেয়। বাঁধন ছাড়া আবেগে মেতে ওঠে পুরুলিয়ার বাসিন্দারা। মধ্যাহ্ন ভোজনের তালিকায় কি কি ছিল জানেন? বিশেষ ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: টলিউড হোক কিংবা বলিউড চলচ্চিত্র জগতের বেতাজ বাদশা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী মানেই বাঙালির মনে অন্যরকম আবেগ। বরাবরই তার সিনেমা সুপার ডুপার হিট। সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই জনসংযোগ বাড়াতে পুরুলিয়া জেলার লধুরকা ময়দানে বুধবার জনসভা করেন মিঠুন চক্রবর্তী। তারকাকে এত কাছ থেকে দেখতে পাওয়ার আশায় লধুরকা ময়দানে বিপুল জনসমাগম হয়েছিল।
advertisement

যে মিঠুন চক্রবর্তীকে এতকাল শুধুমাত্র সিনেমার পর্দায় দেখতে পেয়েছিল পুরুলিয়ার মানুষেরা রাজনীতির দৌলতে এইদিন তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেল পুরুলিয়া বাসিন্দারা। মিঠুন চক্রবর্তীকে এত কাছ থেকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে আগত জনতারা ! এই দিন বিজেপি নেতাকর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ শোনেন মিঠুন চক্রবর্তী। কর্মীদের সমস্ত সমস্যা কথা উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি। এইদিন মিঠুন চক্রবর্তীর পুরুলিয়া আগমনকে ঘিরে সেজে উঠেছিল গোটা পুরুলিয়া জেলা। মিঠুন চক্রবর্তীর আগমনে পুরুলিয়ার মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

advertisement

আরও পড়ুন: বেলুন-ওয়ালার মাথার ওপর দিয়ে চলে গেল লরির চাকা! ভয়াবহ ঘটনা মালদহে!

সভা সমাপ্তি হওয়ার পর দলেরই এক সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজন সারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, লেবু, আলু ভাজা ,শাক ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, চারা পোনার ঝোল, পোলাও, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি ও দই। এক প্রকার এলাহি আয়োজন করা হয়েছিল মিঠুন চক্রবর্তীর মধ্যাহ্নভোজনে। পুরুলিয়ার মানুষদের এই আপ্যায়ন দেখে অভিভূত হয়ে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিপুল আগ্রহে সকাল থেকে তার অপেক্ষা করার জন্য জনতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News | Mithun Chakraborty : আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা! পুরুলিয়ায় সভা করতে এসে দুপুরে আর কী খেলেন মিঠুন? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল