TRENDING:

Purulia News :বছরের পর বছর বন্ধ ছিল! পুনরায় চালু হল চাতামঘটু প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল

Last Updated:

Purulia News: ২০১৯ সাল থেকে বন্ধ হয়ে পড়েছিল মিড ডে মিলের রান্নার কাজ। পুনরায় রান্নার কাজ চালু হয় খুশি সকলে। ‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : দীর্ঘদিন পর পুনরায় চালু হল চাতামঘটু প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের কাজ। যার ফলে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা। উল্লেখ্য , ২০১৯ সাল থেকে ঝালদা থানার ঝালদা দু ১ নম্বর চক্রের চাতামঘটুপ্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে চাতাম ঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা সমিতি এই বিদ্যালয়ে রান্নার কাজ করতো কিন্তু পরবর্তীকালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে দ্বন্দ্বের কারণেই তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং তারপরেই মিড ডে মিলের রান্নার কাজ বন্ধ হয়ে গিয়েছিল এই বিদ্যালয়ে।‌ অতঃপর তারা আদালতের দ্বারস্থ হয় পুনরায় মিড ডে মিলের রান্নার কাজ চালু করার জন্য। ‌ আদালতের রায় অনুসারে চাতাম ঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা সমিতি পুনরায় দায়িত্বভার পায় মিড ডে মিলে রান্না করার বলে জানিয়েছেন ঝালদা এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেটে।
advertisement

এ বিষয়ে চাতাম ঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা গোষ্ঠীর এক সদস্য জানান , অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সহযোগিতা না করার কারণে বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয়ে ছিল। আদালত তাদের হয়ে রায় দেওয়ায় পুনরায় তারা মিড ডে মিলের কাজ শুরু করল।

আরও পড়ুন: খাল সংস্কারের নামে গাছ কেটে চলছে পিকনিক! গুরুতর অভিযোগ

advertisement

অপরদিকে অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি। বারংবার একটি মাত্র স্বনির্ভর গোষ্ঠীকেই সুযোগ দেওয়া হচ্ছে মিড ডে মিলের কাজ করার জন্য। তাদেরকেও সুযোগ দেয়া উচিত মিড ডে মিলের কাজ করার জন্য। যদি তারা এভাবে বঞ্চনা শিকার হতে থাকে তবে বাধ্য হয়ে নিজেদের সন্তানদের টিসি দিয়ে অন্য স্কুলে নিয়ে চলে যাবে। দীর্ঘ প্রায় চার বছর পর চাতামঘটু প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু হল মিড ডে মিলের রান্নার কাজ। পুনরায়, পরিষেবা চালু হয় খুশি অভিভাবকদের একাংশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News :বছরের পর বছর বন্ধ ছিল! পুনরায় চালু হল চাতামঘটু প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল