খবর পাওয়া কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সন্ধ্যের মুখোমুখি আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এ বিষয়ে মারুমাসীনা গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দন মাহাত জানান , ঠিক কিভাবে আগুন লাগল তা এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে গ্রামবাসীদের কাছে একটাই অনুরোধ। তারা যেন কখনোই প্রকৃতির কোন ক্ষতি না করে। জঙ্গলে শুধুমাত্র গাছ আছে তা নয়।
advertisement
গাছের পাশাপাশি রয়েছে বহু পশু -পাখি। জঙ্গলে আগুন লাগলে গাছের সঙ্গে , সঙ্গে তাদেরও প্রাণ চলে যাবে। তাই জঙ্গল বাঁচালে পশু পাখি ও বাঁচবে। প্রকৃতির ক্ষতি করে জঙ্গলে আগুন লাগানো তা দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে সচেতন হওয়া উচিত।
আরও পড়ুন: Nadia News: চাকদহের এই পথ ধরে শ্রীহট্টে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা হয়েছিলেন শ্রীচৈতন্য
প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ। গাছ বাঁচাতে বহু জায়গায় চলে বিভিন্ন সচেতনতামূলক অভিযান। তারপরেও বিভিন্ন সময়ে পাহাড়ের বন গুলিতে আগুন লাগার ফলে প্রকৃতির অনেকটাই ক্ষতি হয়। কবে সমস্ত মানুষ প্রকৃতিকে বাঁচানোর জন্য বনাঞ্চলকে রক্ষা করবে সেই সুদিনের অপেক্ষায় রয়েছে প্রকৃতি প্রেমীরা।
সব পড়ুন পুরুলিয়ার সর্বশেষ খবর এখানে
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়