TRENDING:

Purulia News: রমজানের মাসে সুষ্ঠুভাবে রামনবমী পালন করার জন্য প্রশাসনিক বৈঠক

Last Updated:

Purulia News: আর কদিন পরেই রামনবমী উৎসবে মাতবে পুরুলিয়া জেলার মানুষেরা। সুষ্ঠুভাবে এই উৎসব পালন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জেনে নিন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ‌এরপরেই রামনবমী উৎসবে মাতবে গোটা বাংলা। এই রামনবমী তিথিতে বিভিন্ন জায়গাতে শোভাযাত্রার ও‌ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইভাবে পুরুলিয়া জেলাতেও রামনবমী উপলক্ষে বিভিন্ন শোভাযাত্রা বেরোয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে। রামনবমী‌ ও মহাবীর জয়ন্তী ও মহাবীর ঝান্ডা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে পুরুলিয়া জেলার মফস্বল থানার। এলাকার সমস্ত কমিটি‌ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে রবিবার একটি বৈঠকের আয়োজন করা হয় পুরুলিয়া শহরের কুসুম লজে। বেশকিছু বিধি নিষেধ সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয় তাঁদের।
রমজানের মাসে সুষ্ঠুভাবে রামনবমী পালন করার জন্য প্রশাসনিক বৈঠক
রমজানের মাসে সুষ্ঠুভাবে রামনবমী পালন করার জন্য প্রশাসনিক বৈঠক
advertisement

আরও পড়ুনঃ সোনার হার ছিঁড়ে পালাচ্ছিল চোর, অ্যাপের মাধ্যমে ধরে ফেলল পুলিশ!

এই বৈঠকে রামনবমীর অনুষ্ঠান সম্পর্কিত বিষয়ে বিস্তর আলাপ আলোচনা করা হয়। এই দিনের এই বৈঠকে শোভা যাত্রার রাস্তা নির্ধারণ থেকে শুরু করে অনুষ্ঠানের নানান বিষয়ে দৃষ্টিপাত করা হয়। সিভিক ভলেন্টিয়ারসদেরও বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয় এইদিন। ‌এই দিনের এই বৈঠককে উপস্থিত ছিলেন , জেলা পুলিশের ডিএসপি ডিএনটি আশিষ রায় , আই সি সঞ্জয় চক্রবর্তী , মফস্বল থানা এলাকার ছয় জন পুলিশ অফিসার সহ পুলিশ কর্মকর্তারা। ‌ কমিটি গুলিকে রামনবমীর শোভাযাত্রার জন্য আগাম কর্মসূচি জমা দেওয়ার কথা বলা হয় এই দিন।‌

advertisement

এ বিষয়ে জেলা পুলিশের ডিএসপি ডিএনটি আসিস রায় বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে ইতিমধ্যেই প্রায় প্রতিটি থানাতেই রামনবমী উপলক্ষে বৈঠক করা হয়েছে। আজ আমাদের এখানে এই বৈঠকের আয়োজন করা হল। রামনবমী‌, মহাবীর জয়ন্তী ও মহাবীর ঝান্ডা পুরুলিয়া শহরে খুব বড় করেই পালিত হয়। এছাড়াও গ্রাম্য এলাকাগুলিতে ও মফস্বল থানা এলাকাগুলিতেও এই অনুষ্ঠান সারম্বরে সঙ্গে পালিত হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ  পুরসভার টাকা নেই, তাই বাঁধ হয়ে গেল হাইড্রেন!

একাধারে রমজানের মাস চলছে অপরদিকে রামনবমীর ও মহাবীর জয়ন্তী অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেক ধর্মের মানুষেরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের ধর্মানুষ্ঠান পালন করতে পারে তার জন্যই এই বৈঠক করা হয়েছে। সকলেরই মতামত নেওয়া হয়েছে এই বৈঠকে। সময়সীমা সম্পর্কেও সকলকে অবগত করা হয়েছে।

advertisement

রামনবমীকে ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে পুরুলিয়া জেলায়। সারম্বরের সাথে জেলার মানুষেরা এই উৎসবে মেতে ওঠে। তাই এই উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: রমজানের মাসে সুষ্ঠুভাবে রামনবমী পালন করার জন্য প্রশাসনিক বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল