পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের টুরগা ড্যাম সংলগ্ন রাম মন্দিরের গায়ে ট্র্যাডিশনাল পেইন্টিং-এর উপর একটি চিত্র শিল্পকলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। সৃষ্টি বৈচিত্র্য সংস্থার পক্ষ থেকে এই চিত্র শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই সংস্থা বিগত বছর চিত্র শিল্পীদের নিয়ে শিল্পকলা প্রদর্শনী করেছে। মূলত ট্রাডিশনাল পেইন্টিং-এর উপরেই তাদের এই চিত্রশিল্প প্রদর্শনী চলে।
advertisement
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
এ বিষয়ে এই সংস্থার কর্ণধার শিল্পী ভাস্কর ঘোষ বলেন, “এই প্রথম পুরুলিয়ায় ১২০ ফুট ক্যানভাস-এর উপর ২২ জন শিল্পী একসঙ্গে প্রকৃতির মাঝে নিজেদের চিত্র শিল্পকলাকে তুলে ধরেছেন। ভিন জেলা থেকে শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই প্রদর্শনী করতে পেরে আমিও ভীষণ খুশি।” এ বিষয়ে চিত্র শিল্পীরা জানান , পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই তাঁদের মোহিত করে। আর এই প্রকৃতির বুকে ক্যানভাসের উপর নিজেদের চিত্রশিল্পকে তুলে ধরতে পেরে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এই ধরনের অভিজ্ঞতা তাঁদের প্রথম।
আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কবিতা উৎসব! উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন কবি
১৯৯৮ সাল থেকে সৃষ্টি বৈচিত্র্যের পথ চলা শুরু। তাদের মূল উদ্দেশ্য ট্রেডিশনাল পেইন্টিংকে সকলের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের যে সমস্ত ওয়াকশপগুলি হয়ে থাকে সেগুলো মূলত ট্রাডিশনাল পেইন্টিং-এর উপরে নির্ভর করেই হয়।
পুরুলিয়ার ছেলে ভাস্কর ঘোষ। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে ট্রেডিশনাল পেইন্টিং-এর উপর কাজ করছেন। বর্তমানে তাঁর প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। শুধু জেলা পুরুলিয়া নয় ভিন রাজ্য ও ভিন দেশেও তাঁর শিল্পকলা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। আর এই প্রথম পুরুলিয়ায় এই ধরনের অভিনব চিন্তাধারায় ট্র্যাডিশনাল পেইন্টিং-এর উপর প্রদর্শনী করে তাক লাগিয়ে দিলেন তিনিও।
শর্মিষ্ঠা ব্যানার্জি