লাক্ষা শিল্পকে বাঁচাতে রাজ্য সরকারের উদ্যোগে বলরামপুরে শুরু হয় শেল্যাক ক্লাস্টার। যার ফলে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। বর্তমানে বলরামপুরে লাক্ষা শিল্পকে ঘিরে নানান সমস্যা তৈরি হয়েছে। সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। লাক্ষার কাঁচামাল ঠিকঠাক ভাবে কৃষকেরা পাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য লাক্ষার কাঁচামালকে সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা করা হয় এইদিন।
advertisement
আরও পড়ুনঃ আচমকাই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙ্গড়! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা
লাক্ষা চাষের জন্য বিকল্প ব্যবস্থা করার কথা বলতেও শোনা যায় জেলাশাসক রজত নন্দাকে। লাক্ষা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত দিক থেকে উদ্যোগী প্রশাসন। বিশেষ ধরনের প্রাণিজ পদার্থ হল লাক্ষা। লাক্ষাকিটের শরীর থেকে ক্ষরিত জৈবিক পদার্থ বিশুদ্ধ করে প্রস্তুত করা হয় লাক্ষা। আগামী দিনে এই লাক্ষা শিল্প বিশ্বের দরবারে ছাপ রাখবে। তাই বলরামপুরের লক্ষা শিল্পকে বাঁচিয়ে তৎপর হয়েছে প্রশাসন।
Sharmistha Banerjee Bairagi