সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে ক্ষুব্ধ পহেলগাঁওয়ের শহীদ ঝালদার ভূমিপুত্র মণীশ রঞ্জন মিশ্রর পরিবার। শহীদ পরিবারের দাবি, খেলা নয়, চাই প্রতিশোধ। এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার ভাই বিনীত রঞ্জন মিশ্রা বলেন, ‘যে দেশ সন্ত্রাস দমন করতে পারে না, যারা আমাদের প্রিয়জনকে হত্যা করে, তাদের সঙ্গে খেলার নামে বন্ধুত্ব ঠিক নয়। আমরা দাদাকে হারিয়েছি।’
advertisement
‘যাঁরা আজ খেলাকে সমর্থন করছেন, তাঁদের পরিবারের কেউ যদি শহিদ হতেন তাহলে কি তাঁরাও এই কথা বলতেন?’ এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার বন্ধু তথা ঝালদাবাসী মনোজ কুমার রুংটা বলেন , ‘আমরা চাই না পাকিস্তানের সঙ্গে কোনও খেলা হোক। চাই অপারেশন সিঁদুর পার্ট টু।’
সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন পহেলগাঁও হামলার নিন্দা করেন, অন্যদিকে ভারত-পাকিস্তান খেলার পক্ষে মন্তব্য করেন। আর তাই নিয়েই শহিদ পরিবার সহ ঝালদাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। কেউই এই খেলার সমর্থন করছে না।
Sharmistha Banerjee