আরও পড়ুন: কালনায় এলে এই ঝুলন্ত পার্কের কথা ভুলবেন না
পুরুলিয়ার মানবাজার মহকুমা হাসপাতালের এতটা খারাপ অবস্থায় পরেও কোনও নজরদারি করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মানবাজারের বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। তাঁর এলাকাতেই অবস্থিত হাসপাতালের এই বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণালকান্তি দে বলেন, মানবাজার মহকুমা হাসপাতালের বেহাল অবস্থার কথা আমরা জানি। প্রশাসনিকভাবে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীদিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এই বিষয়ে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, মহকুমা হাসপাতালের এই দুরাবস্থার কথা তিনি শুনেছেন। এ বিষয়ে আলোচনাও হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, খুব শীঘ্রই এর সমাধান করা হবে।
শমিষ্ঠা ব্যানার্জি