TRENDING:

Purulia News: মন্ত্রীর এলাকার হাসপাতালের জরাজীর্ণ দশা, বিপাকে রোগীরা

Last Updated:

মানবাজার মহাকুমা হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, সব কিছুরই হাল অত্যন্ত খারাপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: জেলার গুরুত্বপূর্ণ মহকুমা মানবাজার। এই মানবাজার এলাকাতেই রয়েছে মানবাজার মহকুমা হাসপাতাল। বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তবে দীর্ঘদিন ধরে এই হাসপাতালের বেহাল দশা। এখানে বিদ্যুৎ বিভ্রাট হলে জেনারেটর চলে না। হাসপাতালের বেশ কয়েকটি বিল্ডিংয়ের জরাজীর্ণ অবস্থা। যে কোনও মুহূর্তে ছাদের চাঙর ছেড়ে গিয়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। নেই পর্যাপ্ত শয্যার ব্যবস্থা। বহু ক্ষেত্রেই রোগীদের ভিন জেলায় রেফার করে দেওয়া হয়। এর ফলে চরম সমস্যায় মধ্যে রয়েছেন মহকুমার মানুষজন।
advertisement

আরও পড়ুন: কালনায় এলে এই ঝুলন্ত পার্কের কথা ভুলবেন না

পুরুলিয়ার মানবাজার মহকুমা হাসপাতালের এতটা খারাপ অবস্থায় পরেও কোন‌ও নজরদারি করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মানবাজারের বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। তাঁর এলাকাতেই অবস্থিত হাসপাতালের এই বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠছে।

advertisement

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণালকান্তি দে বলেন, মানবাজার মহকুমা হাসপাতালের বেহাল অবস্থার কথা আমরা জানি। প্রশাসনিকভাবে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীদিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এই বিষয়ে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, মহকুমা হাসপাতালের এই দুরাবস্থার কথা তিনি শুনেছেন। এ বিষয়ে আলোচনাও হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, খুব শীঘ্রই এর সমাধান করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: মন্ত্রীর এলাকার হাসপাতালের জরাজীর্ণ দশা, বিপাকে রোগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল