TRENDING:

Purulia News: মাওবাদী দমনে বিশেষ কৃতিত্ব, মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল পেলেন এসপি

Last Updated:

মাওবাদী দমনে বিশেষ কৃতিত্বের জন্য স্বাধীনতা দিবসের দিন পুলিশ মেডেল পেলেন পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ কৃতিত্বের জন্য স্বাধীনতা দিবসের দিন পুলিশ মেডেল পেলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলে মাওবাদী দমনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। মাওবাদীদের সঙ্গে চলে যাওয়া সেখানকার গরিব ঘরের ছেলেমেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনা, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার পাশাপাশি পুরুলিয়াবাসীদের যে কোনও সমস্যা সমাধানের জন্য সব সময় সচেষ্ট থেকেছেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে এই পুলিশ মেডেল।
advertisement

আরও পড়ুন: মহাত্মা করমচাঁদ গান্ধির পাশে হাঁটছেন ক্ষুদিরাম! স্বাধীনতা দিবসের দিন এ কোন দৃশ্য

কর্মজীবনে যে যে জেলায় আইপিএস অফিসার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পোস্টিং হয়েছে সেখানেই তিনি বিশেষ কৃতিত্বের ছাপ রেখেছেন। আর তাই স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার তাঁকে চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস পুরস্কারে সম্মানিত করল। রাজ্যের মধ্যে এই বিভাগে মোট পাঁচজন আইপিএস অফিসার এই সম্মান পেয়েছেন এই বছর। তাঁদের মধ্যে দু’জন পুরস্কৃত হচ্ছেন জঙ্গলমহল থেকে। একজন পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপরজন পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার। ‌কলকাতায় ১৫ অগস্টের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে এই মেডেল তুলে দেন।

advertisement

View More

পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দোপাধ্যায় মাওবাদী দমনের পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত। ‌ ভালো কাজের জন্য এর আগেও তিনি পুরস্কার পেয়েছেন। ‌তাঁর এই স্বীকৃতিতে খুশি পুরুলিয়ার সাধারণ মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: মাওবাদী দমনে বিশেষ কৃতিত্ব, মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল পেলেন এসপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল