অনেকে মাটি সংগ্রহ করে তুলসি মঞ্চ প্রতিষ্ঠা করে থাকেন এই দিন। মনের বিশ্বাস থেকেই তারা এ সকল কাজ গুলি করে থাকেন। আর এইদিন থেকেই কৃষকেরা চাষের কাজে হাত লাগান। এ বিষয়ে কৃষকেরা জানান , তারা পূর্বপুরুষদের আমল থেকে রোহিণী উৎসব পালন করে আসছেন। তাদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম একটি অঙ্গ এই উৎসব।
advertisement
এইদিন নানা সাজে সেজে বাদ্যযন্ত্র বাজিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা পাড়ায় পাড়ায় ঘুরে উৎসবের আনন্দে মেতে ওঠে। আধুনিকতার ছোঁয়া মানভূমির লোকসংস্কৃতির কোমল হৃদয় স্পর্শ করলেও আজও মানভূমের বহু মানুষ পূর্বপুরুষদের ঐতিহ্য ও রীতিনীতিকে সসম্মানে ধরে রেখেছেন। তাইতো আজও জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে সাড়ম্বরের সাথে পালিত হয় রোহিণী উৎসব।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 4:26 PM IST