TRENDING:

Durga Puja 2023: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে

Last Updated:

এই পুজো চলে ১৬ দিন ধরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া:  মহালয়ার সাত দিন আগে পঞ্চকোট রাজ পরিবারে শুরু হল দুর্গাপুজো। ধুমধাম করে ঠাকুরদালানে ঢাকে কাঠি পড়ল। এই পুজো চলে ১৬ দিন ধরে। পুজোর মন্ত্র এতটাই গোপনীয় যে, মন্ত্র কোনও কাগজ বা খাতায় লিপিবদ্ধ করা হয়নি এখনও পর্যন্ত। গাছের ছালে সংস্কৃত ও পালি ভাষায় লিপিবদ্ধ রয়েছে এই মন্ত্র। তন্ত্রমতে গোপন মন্ত্রে মা শিখরবাসিনী দুর্গাপুজো পান পঞ্চকোট রাজবাড়িতে।
advertisement

পঞ্চকোটের কাশিপুরের দেবী বাড়িতে জিতা অষ্টমীর পরের দিন থেকে আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমী তিথিতে এই পূজার সূচনা হয়। এখানে মা দুর্গা অষ্টধাতুতে নির্মিত। ১৬ দিনব্যাপী দুর্গাপুজো হয় এখানে। তাই এই পুজো ১৬ কল্পের দুর্গাপূজা নামেও পরিচিত। জানা গিয়েছে , সারা বছর দেবী তার নিজ বেদীতেই পূজিত হন। সপ্তমীর দিন অর্ধরাত্রি থেকে দশমীর আগে পর্যন্ত মাকে গুপ্ত আসনে বসানো হয়। ‌এই সময় একটি তলোয়ার পুজো করা হয়। যার নাম ‘ভূতনাথ তাগা’।  মন্দিরের পূজারী গৌতম চক্রবর্তী বলেন, ”  গুপ্ত মন্ত্রের মাধ্যমে মায়ের পুজো হয় এখানে। যুগ , যুগ ধরে এই ভাবেই পূজিত হয়ে আসছেন মা।” রাজ পরিবারের এক সদস্য জানান , ” কল্যানেশ্বরী দেবীর প্রতিমূর্তি হলেন দেবী রাজরাজেশ্বরী। প্রতিবছরের মত এ’বছরও মহালয়ার সাত দিন আগে থেকে দুর্গাপুজো শুরু হল এখানে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল