TRENDING:

Durga Puja 2023: জানেন কি কেন শুরু হয়েছিল পুরুলিয়ার ধীবর সমিতির দুর্গাপুজো? রইল সম্পূর্ণ তথ্য!

Last Updated:

Durga Puja 2023:  দক্ষিণবঙ্গের স্থায়ী মন্দিরগুলির মধ্যে অন্যতম ধীবর সমিতির দুর্গামন্দির, জানুন এর ইতিহাস!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে অন্যতম ধীবর সমিতির দুর্গাপুজো। এ বছর ৯৮তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বর্তমানে পুরুলিয়া জেলা তথা দক্ষিণবঙ্গের স্থায়ী দূর্গা মন্দিরগুলির মধ্যে অন্যতম স্থান লাভ করেছে পুরুলিয়ার ধীবর সমিতি দুর্গামন্দির। বহু দূর দুরন্ত থেকে মানুষ এই পুজোর দেখতে ভিড় জমান ধীবর সমিতির দুর্গামন্দিরে। এই পূজোর পিছনে রয়েছে এক অন্যরকম কাহিনী।
advertisement

একদা পুরুলিয়া শহরের এক সার্বজনীন দুর্গা মন্দিরে পুজো দিতে গিয়ে নিচু জাতি হওয়ায় অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল ধীবর সম্প্রদায়ের মানুষদের। সেই অপমানের জবাব দিতে তাঁরা নিজেরাই জমি দান করেন। পারিশ্রমিকের টাকা জমিয়ে তিল তিল করে তৈরি করেন এই দুৰ্গা মন্দির। বর্তমানে এই মন্দিরের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ট্রেনে আগুন লাগবে না আর, ধোঁয়া উঠলেই চালু হবে স্প্রিঙ্কলার…, নিরাপত্তা হবে আরও জোরদার

advertisement

প্রতিবছর দুর্গাপুজোর সময় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পূজোর দিনগুলিতে নানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতি মেনে ষষ্ঠীর দিন থেকে মায়ের আরাধনা শুরু হয়। একাদশীর দিন হয় বিসর্জন। ধীবর সমিতির বিসর্জনের দিন রাখা হয় আতশবাজির প্রতিযোগিতা। কয়েক হাজার মানুষের সমাগম হয় এইদিন। এ বছরও তাদের দুর্গাপূজোয় চলছে জোর কদমে প্রস্তুতি।

advertisement

View More

এ বিষয়ে ধীবর সমিতির এক সদস্য জানান , এই পুজোর জন্য তাঁরা কোনও চাঁদা তোলেন না বা কোনও অনুদান পান না। মা দুর্গার নামে যে সমস্ত পুকুরগুলি রয়েছে সেই পুকুরের মাছ বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তা দিয়েই এই পুজোর আয়োজন করা হয়। এ বছরও তাদের প্রস্তুতি রয়েছে তুঙ্গে।

advertisement

এ বিষয়ে ধীবর সমিতির মহিলারা জানান এই পুজো একপ্রকার তাঁদের ঘরেরই পুজো। এই পুজোকে ঘিরে তাঁরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।‌ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চারটে দিন তাদের আনন্দের সঙ্গেই কাটে।

পুরুলিয়া জেলা-সহ ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে বহু উৎসাহী মানুষ ধীবর সমিতির পুজোয় অংশগ্রহণ করেন। ‌ বিশেষত প্রতিমা নিরঞ্জনের দিন রাসমেলা ময়দানে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মত। এবছরও সেরা পুজোর তকমা বজায় রাখতে ধীবর সমিতির তৎপরতা রয়েছে তুঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু কালী নন, হয় দশ মহাবিদ্যার পুজোও! আসানসোলের 'এই' মন্দিরে দুটি ধূপকাঠি দিলেই...! জানুন
আরও দেখুন

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: জানেন কি কেন শুরু হয়েছিল পুরুলিয়ার ধীবর সমিতির দুর্গাপুজো? রইল সম্পূর্ণ তথ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল