এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মহালি বলেন, বৃষ্টি না হওয়ার কারণে কাঁসাই নদীর জলের স্তর একেবারেই নিচের দিকে চলে গিয়েছে। এর ফলে জলের একটা ক্রাইসিস রয়ে গিয়েছে। কারণ যতটা বোরিং করে জল তোলা সম্ভব তা সেভাবে তোলা যাচ্ছে না। ব্রেক দিয়ে দিয়ে পাম্প চালিয়ে জল তোলা হচ্ছে কাঁসাই নদী থেকে। এখনও পর্যন্ত শহরে প্রতিদিন পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বৃষ্টি না হলে এই জলের সমস্যা মিটবে না বলেও জানান তিনি।
advertisement
আরও পড়ুন: ফল প্রকাশের পর গেরুয়া বা সবুজ কোনও আবীর খেলাই হয়নি এই কেন্দ্রে! চিন্তায় বিক্রেতারা
রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলার অন্যতম বড় সমস্যা জল। কমবেশি সারা বছরই জলের সমস্যা দেখা যায় এই জেলায়। গ্রীষ্মকালে তা অনেকখানি বেড়ে যায়। কারণ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। তাই প্রতিবছর গ্রীষ্মকালে ব্যাপক হারে জলের সমস্যা তৈরি হয় জেলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু পুরুলিয়া পুরসভা সমস্ত দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ জল কষ্টে না ভোগে।
অন্যান্য বছরগুলিতে পানীয় জলের সঙ্কট দেখা গেলেও এ বছর পুরুলিয়া পুরসভার উদ্যোগে পানীয় জলের সমস্যা অনেকখানি মিটেছে। আগামী দিনে সম্পূর্ণভাবে পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টায় রয়েছে পুরসভা।
শর্মিষ্ঠা ব্যানার্জি