মঙ্গলবার বিকেলে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় বিজয় উৎসবে মেতে উঠেন পুরুলিয়া জেলা লাইট ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। দলীয় ঝান্ডাকে সামনে রেখে বিজয় উল্লাস পালন করেন তাঁরা । আইএনটিইউসি পরিচালিত পুরুলিয়া জেলা লাইট ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
advertisement
আরও পড়ুন: নন্টে ফন্টের মিনিয়েচার! স্রষ্টার স্মরণে সৃষ্টির দারস্থ
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ঝালদার তৃণমূল পুর বোর্ডের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনে কংগ্রেস। এরপরই শুরু হয় দুই দলের আইনি লড়াই। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১৬ জানুয়ারি ঝালদার পুরপ্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়। নজরদারি দায়িত্বভার বর্তায় জেলাশাসকের উপর। হাইকোর্টের নির্দেশে বলা হয়, পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ভিডিওগ্রাফি করতে হবে। সেই নির্দেশ মেনে পুরপ্রধান নির্বাচনের পর প্রশাসন রেকর্ড করা ভিডিওগ্রাফি জমা দেয় হাইকোর্টে। সেই ভিডিওগ্রাফি দেখার পর হাইকোর্ট জানিয়ে দেয়, শীলা চ্যাটার্জির পুরপ্রধান নির্বাচিত হওয়া সম্পূর্ণ বৈধ। সেই মত ঝালদার মহকুমাশাসক ঋতম ঝাঁ পুরপ্রধান পদে তিন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জিকে শপথবাক্য পাঠ করান। এরপরই আনন্দে মেতে ওঠেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি