Cyclone Ditwah Effect On West Bengal: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তই বাংলার শীতে বড় ভিলেন, ফের তাপমাত্রা বাড়ল হুড়মুড়িয়ে, রইল ওয়েদার আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Cyclone Ditwah Effect On West Bengal: ঘূর্ণিঝড়ের প্রভাবে বাধা পাচ্ছে শীত, কেমন থাকছে আজকের আবহাওয়া!
পুরুলিয়া : একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। সেই কারণেই বাধা পাচ্ছে শীত। বাড়ছে তাপমাত্রার পারদ। জেলা পুরুলিয়ার তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত ভোল বদলাচ্ছে আবহাওয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







