Money Making Tips: বাড়িতে বসেও স্বনির্ভর হওয়ার সুযোগ! ছোট ছোট আইডিয়াতেই হতে পারে অঢেল লাভ, উজ্জ্বল দৃষ্টান্ত পুরুলিয়ার যুবতীর
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Money Making Tips: ভূমি গাঙ্গুলীর এই গল্প শুধু সাফল্যের গল্প নয়, এটি আত্মনির্ভরতার, পরিশ্রমের এবং নিজের স্বপ্নকে অবিচলভাবে অনুসরণ করার গল্প। তাঁর কেকের মতোই এই গল্পও মিষ্টি, উজ্জ্বল এবং অনুপ্রেরণাময়।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের মেয়ে ভূমি গাঙ্গুলী আজ স্বাবলম্বীতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের হাতের নিপুণ দক্ষতা, অদম্য পরিশ্রম এবং নিজের প্রতি অগাধ বিশ্বাসকে সঙ্গী করে তিনি হয়ে উঠেছেন এক সফল নারী উদ্যোক্তা। তাঁর হাতের তৈরি কেক এখন শুধু রঘুনাথপুরেই নয় জেলার সীমানা পেরিয়ে অন্য জেলাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অর্ডার আসার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যেই ভূমির হাতে তৈরি হয়ে যাচ্ছে স্ট্রবেরি, পাইনআপেল, ভ্যানিলা, চকলেট-সহ নানা স্বাদের আকর্ষণীয় কেক। আর ভূমির সাফল্যের এই পথচলা আজ অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য তরুণীকে।
কিন্তু নিজের সাফল্যের মধ্যেই থেমে থাকেননি ভূমি। তিনি এলাকার মেয়েদেরও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগী হয়েছেন। বর্তমানে রঘুনাথপুরের নন্দুয়াড়ার চৌধুরী পাড়ায় নিজের বাড়িতেই কেক বানানোর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন ভূমি, যার ফলে অনেক মেয়ে নতুন করে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে। ছোট থেকেই সৃষ্টিশীলতা এবং পরিশ্রমের মানসিকতা ছিল তাঁর সঙ্গে। পরিবারের দায়িত্ব কিছুটা হলেও কাঁধে তুলে নিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বাড়ির ছোট্ট রান্নাঘরে কেক বানানো শুরু করেছিলেন ভূমি।
advertisement
advertisement
শুরুটা ছিল একেবারেই সাধারণ, তখন তাঁর উদ্যোগ সম্পর্কে খুব কম মানুষই জানতেন। তারপরেই ধীরে ধীরে মানুষের মন জয় করতে থাকে তাঁর হাতের তৈরি কেকের স্বাদ, আর বাড়তে থাকে সেই কেকের চাহিদা। আজ সেই অল্প পরিসরের উদ্যোগই পরিণত হয়েছে তাঁর প্রতিষ্ঠিত পেশায়। ভূমির মা মৌসুমী গাঙ্গুলী বলেন, “মেয়ের সাফল্যে খুবই আনন্দিত আমরা। ওকে দেখে আর পাঁচটা মেয়ে নিজেকে স্বাবলম্বী হওয়ার কথা ভাবছে। সবাই তো আর চাকরি পায় না, তাই এরকম ভাবেও যে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া যায় ভূমি সেটা সবাইকে দেখাচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভূমি গাঙ্গুলীর এই গল্প শুধু সাফল্যের গল্প নয়, এটি আত্মনির্ভরতার, পরিশ্রমের এবং নিজের স্বপ্নকে অবিচলভাবে অনুসরণ করার গল্প। তাঁর কেকের মতোই এই গল্পও মিষ্টি, উজ্জ্বল এবং অনুপ্রেরণাময়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Nov 29, 2025 6:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাড়িতে বসেও স্বনির্ভর হওয়ার সুযোগ! ছোট ছোট আইডিয়াতেই হতে পারে অঢেল লাভ, উজ্জ্বল দৃষ্টান্ত পুরুলিয়ার যুবতীর









